ভারত ভালো ব্যবহার করে না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
| আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১১ | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪৯

বাণিজ্যিক ক্ষেত্রে ভারত ভালো ব্যবহার করে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি স্ত্রী মেলানিয়াকে নিয়ে ভারত সফরে আসবেন ট্রাম্প। উভয় দেশের মধ্যে বিভিন্ন বাণিজ্যিক বিষয়ে চুক্তি হওয়ার কথা। কিন্তু তার আগে উভয় দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে নানা মতানৈক্য ধরা পড়েছে।

যুক্তরাষ্ট্রে ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যে আমদানির ওপর শুল্ক প্রত্যাহার চায় ভারত। পাশাপাশি বিনা শুল্কে মার্কিন বাজারে নির্দিষ্ট কিছু পণ্যেরও অনুমোদন চায় দেশটি।

একই ভাবে কৃষিজাত পণ্য এবং চিকিৎসা যন্ত্রাংশের স্বাধীন সরবরাহ চায় যুক্তরাষ্ট্র। পাশাপাশি ডিজিটাল পণ্য-সহ একাধিক পণ্য থেকে ভারত শুল্ক প্রত্যাহারের দাবিও রয়েছে তাদের।

এই প্রসঙ্গে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রিন্স জর্জ কাউন্টি-তে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘ভারত আমাদের সঙ্গে ভাল ব্যবহার করে না।’

‘‘ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হতে পারে। বড় কিছু ভেবে রেখেছি আমি। তবে তা আপাতত ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখছি।’’

উভয় দেশের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তির মূল সুরটি বাঁধতে ট্রাম্পের আগেই ভারতে এসে পৌঁছানোর কথা ছিল মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইথিজারের। সেই মতো বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে ফোনে একাধিক বার কথাও হয়েছে তাঁর। কিন্তু তাতেও দু’দেশের মধ্যে কাঁটা হয়ে থাকা সমস্যাগুলোর সমাধানসূত্র বেরোয়নি। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে, লাইথিজারের ওই প্রস্তাবিত সফরই অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে বাণিজ্য চুক্তি ঘিরেও ধোঁয়াশা তৈরি হয়েছে।

এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে আদৌ দু’দেশের মধ্যে কোনও চুক্তি হওয়া সম্ভব কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘‘ভারতের সঙ্গে একটা বড় চুক্তির পরিকল্পনা রয়েছে আমাদের। চুক্তি হবেই। তবে তা নির্বাচনের আগে সম্ভব হবে কি না জানি না।’’

তবে বাণিজ্য চুক্তি নিয়ে সংশয় প্রকাশ করলেও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন ট্রাম্প। ভারতীয় প্রধানমন্ত্রীকে তিনি খুব পছন্দ করেন বলে জানিয়েছেন।

(ঢাকা টাইমস/১৯ফেব্রুয়ারি/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

গাজায় আরও ৭১ ফিলিস্তিনির প্রাণহানি 

ফেসবুকে রোহিঙ্গাবিদ্বেষ ছড়ানোর নেপথ্যে ছিল মিয়ানমারের জান্তা: জাতিসংঘ

রাফাহতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

এই বিভাগের সব খবর

শিরোনাম :