মিরপুর টেস্টে একাদশে থাকবেন না মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩১| আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৪
অ- অ+

চলতি মাসের শুরুতেই পাকিস্তান সফরে গিয়ে একটি টেস্ট ম্যাচ খেলে এসেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে, এই টেস্টে স্কোয়াডে ছিলেন না ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। পাকিস্তান সফরে না গেলেও তার সপ্তাহ দুয়ের পর জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে দলে ডাক পান মোস্তাফিজ।

দলে ডাক পেলেও একাদশে দেখা যাবে না মোস্তাফিজকে। আগামীকাল (শনিবার) মিরপুরে ‍শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ।

শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার কোচ রাসেল ডোমিঙ্গো বলেছেন, ‘তাকে (মোস্তাফিজ) খেলানোর জন্য স্কোয়াডে ডাকা হয়নি। তাকে নেয়ার মূল উদ্দেশ্য অনুশীলন করানো এবং নিজের সেরা ছন্দে ফিরিয়ে আনা।’

তিনি আরো বলেন, ‘মোস্তাফিজ এই টেস্ট খেলছে না। আমি আপনাদের বলে দিলাম, সে এই ম্যাচ খেলছে না। আগামী পাঁচদিন সে শুধু বোলিং করে যাবে এবং নিশ্চিত করবে যেন নিজের সেরা ফর্মটা ফিরে পায়। যা তাকে টেস্ট ক্রিকেট, এমনকি সাদা বলের ক্রিকেটেও সহায়তা করবে। এ মুহূর্তে তাকে টেস্টে খেলার মতো দেখছি না আমি। এটা তাকেও বলেছি আমি এবং পরামর্শ দিয়েছি যেনো টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করে।’

(ঢাকাটাইমস/২১ ফেব্রুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা