ভোলায় পুলিশ মেমোরিয়াল ডে পালন

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ মার্চ ২০২০, ১৮:৫০

ভোলায় দায়িত্ব পালনে জীবন উৎসর্গ করা পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ভোলা পুলিশ লাইন্স মাঠে পুলিশ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন, শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশের এ আয়োজনে প্রথমে পুলিশ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করে ভোলা জেলা পুলিশ, জেলা প্রশাসক, ভোলা সদর থানা, দৌলতখান থানা, বোরহানউদ্দিন থানা, লালমোহন থানা, তজুমদ্দিন থানা, চরফ্যাশন থানা, মনপুরা থানা, শশীভুশন থানা, দক্ষিন আইচা থানা পুলিশ। পরে সভা ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান ইউনুছ, ভোলা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) সাব্বির আহমেদসহ ভোলা জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ও অন্যান্য কর্মকর্তারা।

সভা শেষে ভোলার সাত শহীদ পুলিশ পরিবারের মাঝে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে উপহার দেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

(ঢাকাটাইমস/১মার্চ/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :