‘করোনাভাইরাস’ নিয়ে চট্টগ্রামে সচেতনতা

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০২০, ২২:৪৫
অ- অ+

চট্টগ্রাম সিটি করপোরেশন ‘করোনাভাইরাস’ প্রতিরোধে সতর্কতামূলক প্রস্তুতি ও প্রচার কর্মসূচি হাতে নিয়েছে। নগরীর শিক্ষা প্রতিষ্ঠানসহ ৪১টি ওয়ার্ডে সিটি মেয়রের প্রচারপত্র বিতরণ ও সচেতনতা সৃষ্টি শুরু হয়েছে।

সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার নগরীর ২০, ২১, ৩১, ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ড এলাকাসহ মিউনিসিপ্যাল সিটি কর্পোরেশন মডেল স্কুল অ্যান্ড কলেজ, কৃষ্ণ কুমারী বালিকা উচ্চ বিদ্যালয়, কদম মোবারক চসিক উচ্চ বিদ্যালয়সহ পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষকদের সঙ্গে মতবিনিময় ও প্রচারপত্র বিলি করেন চসিক স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহিম।

তিনি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীদের করোনা ভাইরাস ছড়ানো, লক্ষণ ও প্রতিরোধের নানা উপায় তুলে ধরে বলেন, ঘরের বাইরে মাস্ক ব্যবহার, প্রচুর ফলের রস ও পানি পান, সাবান দিয়ে হাত ধোয়া, হাত না ধুয়ে চোখ, মুখ ও নাক স্পর্শ না করা, হাঁচি কাঁশি দেয়ার সময় মুখ ঢেকে রাখা, অসুস্থ পশু-পাখির সংস্পর্শে না আসা, ডিম, মাছ, মাংস ভালোভাবে রান্না করে খাওয়ায় পরামর্শ দেন। এ সময় চসিক স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১০মার্চ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে যেসব নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
ঢাকাসহ ৫৬ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আট জেলায় তীব্র
দাবা খেলা নিষিদ্ধ করলো আফগানিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা