‘করোনাভাইরাস’ নিয়ে চট্টগ্রামে সচেতনতা

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০২০, ২২:৪৫
অ- অ+

চট্টগ্রাম সিটি করপোরেশন ‘করোনাভাইরাস’ প্রতিরোধে সতর্কতামূলক প্রস্তুতি ও প্রচার কর্মসূচি হাতে নিয়েছে। নগরীর শিক্ষা প্রতিষ্ঠানসহ ৪১টি ওয়ার্ডে সিটি মেয়রের প্রচারপত্র বিতরণ ও সচেতনতা সৃষ্টি শুরু হয়েছে।

সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার নগরীর ২০, ২১, ৩১, ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ড এলাকাসহ মিউনিসিপ্যাল সিটি কর্পোরেশন মডেল স্কুল অ্যান্ড কলেজ, কৃষ্ণ কুমারী বালিকা উচ্চ বিদ্যালয়, কদম মোবারক চসিক উচ্চ বিদ্যালয়সহ পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষকদের সঙ্গে মতবিনিময় ও প্রচারপত্র বিলি করেন চসিক স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহিম।

তিনি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীদের করোনা ভাইরাস ছড়ানো, লক্ষণ ও প্রতিরোধের নানা উপায় তুলে ধরে বলেন, ঘরের বাইরে মাস্ক ব্যবহার, প্রচুর ফলের রস ও পানি পান, সাবান দিয়ে হাত ধোয়া, হাত না ধুয়ে চোখ, মুখ ও নাক স্পর্শ না করা, হাঁচি কাঁশি দেয়ার সময় মুখ ঢেকে রাখা, অসুস্থ পশু-পাখির সংস্পর্শে না আসা, ডিম, মাছ, মাংস ভালোভাবে রান্না করে খাওয়ায় পরামর্শ দেন। এ সময় চসিক স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১০মার্চ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে আলোচনা : ‘দেশে অলিগার্ক শ্রেণির প্রভাব দিন দিন বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক’
আমি যদি কর্মসূচি ঘোষণা নাও দিতে পারি, আন্দোলন চালিয়ে যাবেন: হাসনাত
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান: ট্রাম্প
রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা