করোনা চেকআপের সময় ধরা পড়ল অবৈধ ভারতীয় পণ্য

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ মার্চ ২০২০, ২১:১৫

করোনাভাইরাসের চেকআপের সময় চুয়াডাঙ্গায় ট্রেনে ধরা পড়ল অবৈধ ভারতীয় মালামাল। পরে তা জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ।

মঙ্গলবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে এ ঘটনা ঘটে। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ১০৮ কার্টুন সিগারেট ও ১০টি মোবাইল সেট।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে পণ্যবাহী একটি ট্রেন বাংলাদেশে প্রবেশ করে। এসময় বাংলাদেশ সীমান্তের দর্শনা চেকপোস্টে স্বাস্থ্য বিভাগের চিকিৎসক মর্তুজা আহসানের নেতৃত্বে তিন সদস্যের একটি মেডিকেল টিম ট্রেনটির চালক ও পরিচালকের শরীরে করোনা শনাক্তে চেকআপের সময় শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা এসব সিগারেট ও মোবাইল ফোনসেট জব্দ করা হয় ।

দর্শনা আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার জহির উদ্দীন জানান, ‘ট্রেনটির চালক ও পরিচালকের স্বাস্থ্য পরীক্ষার সময় আমাদের ডগ স্কোয়াডের কুকররা চিৎকার শুরু করে। এতে বিজিবির সন্দেহ হলে তারা পণ্যবাহী ওই ট্রেনটিতে তল্লাশি করে। এক পর্যায়ে ডগ স্কোয়াড ট্রেনের একটি বগির নিচে চাকার উপরে বিশেষভাবে রাখা এসব ভারতীয় সিগারেট ও মোবাইল সেট দেখিয়ে দেয়। পরে জব্দ ভারতীয় পণ্যগুলো বিজিবি দপ্তরে পাঠানো হয়।

ঢাকাটাইমস/১৭মার্চ/পিএল/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :