করোনা প্রতিরোধে গোপালগঞ্জে জীবাণুনাশক স্প্রে

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
 | প্রকাশিত : ২৫ মার্চ ২০২০, ১৬:৩০

গোপালগঞ্জ জেলা প্রশাসন করোনা প্রতিরোধে নানা পদক্ষেপ হাতে নিয়েছে। বুধবার ফায়ার সার্ভিসের সহযোগিতায় গোপালগঞ্জ বড়বাজার, পাচুড়িয়া মধুমতি মার্কেট শহরের প্রধান প্রধান সড়ক ও এর আশপাশের ভবন, গাছপালা এবং হাসপাতাল এলাকা জীবাণুনাশক ওষুধ স্প্রে করে ভিজিয়ে দিচ্ছে।

তাছাড়া পৌর এলাকার ৯টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় রাস্তার পাশের ভবন ও আশপাশের এলাকায় জীবাণুনাশক ওষুধ ছিটানোর কাজ হাতে নিয়েছে। ইতোমধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। দরিদ্র মানুষের মধ্যে হ্যান্ড সেনিটাইজার বিতরণের পাশাপাশি জেলার বাজার দর নিয়ন্ত্রণের জন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রেখেছে।

জেলায় আগত প্রবাসীরা যাতে নিয়ম মাফিক হোম কোয়ারেন্টাইনে থাকে সে ব্যপারেও জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে সেসব বাড়ির সামনে হোম কোয়ারেন্টাইন স্লিপ লাগানো হয়েছে।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, গোপালগঞ্জবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার নির্দেশিত কার্যক্রম বাস্তবায়নসহ করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে জেলা প্রশাসন তৎপর রয়েছে। তারই অংশ হিসেবে আমাদের কার্যক্রম চলছে।

গোপালগঞ্জে বুধবার পর্যন্ত কোন করোনা রোগী শনাক্ত হয়নি। তবে প্রবাসী ৪৪৯ জন লোক হোম কোয়ারেন্টাইনে রয়েছে।

(ঢাকাটাইমস/২৫মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :