হাসপাতালে পিপিই-মাস্ক দিচ্ছে এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২০, ১৪:১২| আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১৪:১৭
অ- অ+

চিকিৎসদের বিনামূল্যে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও মাস্ক দিচ্ছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

ইতোমধ্যেই হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তাদের কাছে পিপিই ও অন্যান্য সরঞ্জাম হস্তান্তর করেছে এফবিসিসিআই।

ব্যবসায়ীদের এ শীর্ষ সংগঠনের সভাপতি শেখ ফজলে ফাহিম ঢাকাটাইমসকে জানান, তারা একটি একটা ফান্ড গঠন করেছেন যার মাধ্যমে চিকিৎসকদের জন্য বিদেশ থেকে এসব সুরক্ষা পোশাক আনছেন। এফবিসিসিআই সভাপতি বলেন, ‘এর মাধ্যমে ডাক্তার-নার্স এবং যারা ফ্রন্টলাইনে সার্ভিস দিচ্ছে তাদের জন্য প্রোটেক্টিভ গিয়ার দেয়া হবে। ‘

এফবিসিসিআইর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আইইডিসিআরকে পিপিই ও মাস্ক প্রদান করবে। এছাড়া ৬৪ জেলায় এফবিসিসিআইয়ের ৬৪টি চেম্বারের মাধ্যমে সব সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে এসব সরঞ্জাম প্রদান করা হবে।

হাসপাতাল ছাড়াও অন্যান্য জরুরি সেবা প্রদানকারী সংস্থা যেমন পুলিশ মহাপরিদর্শকের কার্যালয়, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দর জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার এবং টেলিভিশন ও সংবাদপত্র অফিসেও প্রয়োজনীয় মাস্ক প্রদান করা হবে বলে জানায় এফবিসিসিআই।

ইতোমধ্যেই সংগঠনটি ১০ হাজার পিস ব্যক্তিগত সুরক্ষা পোশাক, ২০ হাজার পিস এন ৯৫ মাস্ক, টেস্টিং কিট ও ডিজিটাল থার্মোমিটার দ্রুত সরবরাহের স্বার্থে বিমানযোগে এসব সরঞ্জাম আমদানি করেছে। এ সহযোগিতা করোনাভাইরাস মোকাবিলা করার জন্য শেষ অবধি চালু থাকবে বলে জানিয়েছে এফবিসিসিআই।

(ঢাকাটাইমস/০৩এপ্রিল /জেআর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরায় বিমান বিধ্বস্তে মোদীর শোক, ভারতের সহায়তা প্রস্তাব
গার্ডিয়ান, রয়টার্স, বিবিসি, আল জাজিরায় শোকাবহ বাংলাদেশের দুর্ঘটনা
মাইন বিস্ফোরণে আহতদের আর্থিক সহায়তা ও সেলাই মেশিন দিল ৩৪ বিজিবি
কক্সবাজারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা