নাটোরে করোনা উপসর্গ নিয়ে ভ্যানচালকের মৃত্যু

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ এপ্রিল ২০২০, ১৪:০১

নাটোরের বাগাতিপাড়ায় করোনা উপসর্গ নিয়ে সুকুমার মন্ডল (৩২) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে রবিবার রাত ২টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার বাড়ি উপজেলার নওশেরা (আরাজিমারিয়) এলাকায়।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত কয়েক দিন যাবত সর্দি-কাশি, জ্বরে আক্রান্ত ছিল সুকুমার। বাড়িতেই তার চিকিৎসা চলছিল। হঠাৎ অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রতন কুমার সাহা জানান, আপাতত পরিবারটিকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। তার নমুনা সংগ্রহে একটি মেডিকেল টিম কাজ করছে। নমুনার ফলাফল পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন ও) প্রিয়াংকা দেবী পাল জানান, করোন উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই ভ্যানচালেকর নমুনা সংগ্রহ করা হবে। নমুনা পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত ওই বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন থাকবে। একজন করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী ব্যক্তির যেভাবে শেষকৃত্য করা হয় তার ক্ষেত্রেও তাই হবে বলে জানান তিনি।

ঢাকাটাইমস/২০এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :