করোনা টেস্ট নিয়ে বাণিজ্য না করতে উকিল নোটিশ

করোনাটেস্টের বাণিজ্যিকীকরণ প্রতিরোধ করতে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
রবিবার ল এন্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. হুমায়ন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাউছার ইমেইলের মাধ্যমে সরকারের বিভিন্ন দপ্তরকে নোটিশটি পাঠান।
এতে বিনামূল্যে সাধারণ জনগণের জন্য টেস্টের ব্যবস্থা করতে বলা হয়েছে।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। জবাব না পেলে তিনি পরে আইনী পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।
জানতে চাইলে ব্যারিস্টার পল্লব বলেন, ‘সরকার ইতোমধ্যে বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোকে করোনা টেস্টের অনুমতি দিয়েছে। যেখানে সরকার একটি নির্ধারিত মূল্য নির্ধারণ করে দিয়েছেন তিন হাজার পাঁচশত টাকা। যেটা অত্যন্ত ব্যয়বহুল।’
তিনি জানান, যেহেতু করনা একটি জাতীয় সমস্যা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যতবেশি টেস্ট করা যাবে অল্প সময়ে ততো তাড়াতাড়ি করোনা ভাইরাস প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। কিন্তু একটি টেস্টের দাম যদি নির্ধারণ করা হয় তিন হাজার ৫০০ টাকা, তাহলে সাধারণ মানুষ টেস্ট করতে আগ্রহী হবে না। বাণিজ্যিকীকরণ হবে টেস্ট নিয়ে।
এছাড়া এটি একটি বৈষম্যমূলক পদক্ষেপ। কারণ কিছু মানুষ বিনামূল্যে টেস্ট করতে পারবে আর কিছু মানুষ পারবেনা। এটি হতে পারে না।
বেসরকারি হাসপাতালগুলো এনিয়ে বড় বাণিজ্যের সুযোগ পাবে বলে মনে করছেন তারা।
ঢাকাটাইমস/৩ মে/এআইএম/এইচএফ
মন্তব্য করুন