কাপাসিয়ায় করোনায় আক্রান্ত ৪৬ জন এখন সুস্থ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি , ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ মে ২০২০, ২২:০৫

গাজীপুর কাপাসিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত ৪৬ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে ২৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ, ১৩ জন ছোঁয়া এগ্রো প্রোডাক্টসের শ্রমিক। বাকিরা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত ইউএইচও শামসুল আলম শাওন বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলায় এ পর্যন্ত প্রায় ৬০০ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআরবি) পাঠানো হয়েছে। এর মধ্যে ৭০ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। যার মধ্যে ৪৬ জন সুস্থ হয়েছেন । অন্যরাও প্রায় সুস্থ হয়ে ওঠেছেন বলে জানান তিনি।

তিনি আরও জানান, সুস্থ হওয়া ৪৬ ব্যক্তিদের মধ্যে সৈয়দা জোহুরা তাজউদ্দীন নার্সিং কলেজে আইসোলেশনে ছিলেন ১২ জন এবং মডিউল কমিউনিটি হাসপাতাল ছিলেন সাত জন। বাকিরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। দ্বিতীয় বার নমুনা পরীক্ষায় তাদের করোনা নেগেটিভ আসায় গত শনিবার ১৬ জন এবং রবিবার ৩০ জন আইসোলেশন থেকে ছাড়া পায়। তবে তাদের আরও ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

ঢাকাটাইমস/৩মে/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :