স্বাস্থ্যবিধি মেনে অনুশীলনে নামবেন মেসিরা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০২০, ০৮:৫০| আপডেট : ০৭ মে ২০২০, ০৯:৪৫
অ- অ+

স্বাস্থ্যবিধি মেনে চলতি সপ্তাহেই ব্যক্তিগত অনুশীলন করতে পারবেন স্প্যানিশ লিগ ও দ্বিতীয় বিভাগের খেলোয়াড়রা। এক সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও ক্রীড়া মন্ত্রণালয়।

এক বিবৃতিতে লা-লিগা কর্তৃপক্ষ জানিয়েছে, ‘লা-লিগার ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় ও ক্রীড়া মন্ত্রণালয় বৈঠক করেছে। সেখান থেকে সুখবরই পাওয়া গেছে। এই সপ্তাহ থেকেই দলগুলো অনুশীলন করতে পারবে। তবে যথাযথ নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে খেলোয়াড়রা অনুশীলন করতে পারবে। কিন্তু এখনই দলগতভাবে নয়, ব্যক্তিগতভাবে।’

ঐ বিবৃতিতে আরও বলা হয়, ‘অনুশীলন শুরু আগে নিজ-নিজ ক্লাব কৃর্তপক্ষের কাছ থেকে করোনা টেস্ট করতে হবে এবং সেই রিপোর্ট দেখাতে হবে।’

তবে পরিস্থিতির যদি অবনতি হয়, তবে সরকারের সিদ্বান্ত নেমে চলতে হবে বলে জানায় লা-লিগা কর্তৃপক্ষ। তারা বলে, ‘পরিস্থিতি অবনতি হলে সরকারের যেকোনো সিদ্ধান্ত মানতে হবে ক্লাবগুলোকে। অনুশীলন বন্ধের ঘোষনা আসলে তা বন্ধ হয়ে যাবে।’

করোনাভাইরাসের কারণে মার্চ থেকে স্থগিত হয় লা-লিগা। লা লিগায় এখনো ১১ রাউন্ড বাকি আছে। ২৭ ম্যাচ শেষে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। আগামী জুন থেকে পুনরায় লা-লিগা শুরুর পরিকল্পনা নিয়ে কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/০৭ মে/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা