বুমরাহকে কাউন্টি না খেলার পরামর্শ ওয়াসিম আকরামের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মে ২০২০, ১৫:৪৮

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই বিশেষজ্ঞদের নজর কাড়েন জসপ্রীত বুমরাহ৷ চোট সারিয়ে জাতীয় দলে ফেরার পর থেকে ছন্দে দেখা যায়নি টিম ইন্ডিয়ার এই ডানহাতি পেসারকে৷ তবে বুমরাহের মতো পেসারকে কাউন্টি ক্রিকেট না-খেলার পরামর্শ দিলেন কিংবদন্তি পাক পেসার ওয়াসিম আকরাম।

আইপিএলে নজর কাড়ার পর বেশ কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে খেললেও এখনও কাউন্টি খেলেননি বুমরাহ৷ তবে ওর মতো পেসারের কাউন্টিতে খেলে নিজেকে নিঃশেষ করা উচিত নয় বলে মনে করেন ‘সুলতান অফ সুইং’৷

প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান আকাশ চোপড়ার সঙ্গে ইউটিভ চ্যানেলে আকরাম বলেন, ‘আজ ক্রিকেট অনেক বেশি হয়ে গিয়েছে। বুমরার মতো একজন শীর্ষস্থানীয় বোলার, যে ভারতের এক নম্বর পেসার৷ আমি ওকে বলব কাউন্টি ক্রিকেট না খেলতে৷ তরুণ খেলোয়াড়দের সেখান থেকে আরও প্রথমশ্রেণির ক্রিকেট খেলতে হবে, যেখান থেকে ওরা বোলিং শিখতে পারবে৷’

কিংবদন্তি পাক পেসার আরও বলেন, ‘টি-টোয়েন্টি আশ্চর্যজনক, ভালো বিনোদনও৷ প্রচুর অর্থ রয়েছে৷ কিন্তু অর্থের জন্য এই ফরম্যাটকে বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়৷ টি-২০ থেকে তারা বোলিং শিখবে না। আমি টি-২০ পারফরম্যান্সের দ্বারা কোনও খেলোয়াড়কে বিচার করি না৷ আমি ক্রিকেটের দীর্ঘ সংস্করণ অর্থাৎ, টেস্ট ক্রিকেটে পারফরম্যান্স দেখে বিচার করি৷’

পাকিস্তানের হয়ে খেলার প্রথম দিকের কথা স্মরণ করে আকরাম জানান যে, তার প্রতিভা সম্পর্কে তার কোনও ধারণা ছিল না৷ তিনি বলেন, ‘আমি যখন তরুণ, সবে দলে ঢুকেছি তখন ইমরান (খান) ভাই, জাভেদ (মিয়াঁদাদ) ভাই, মুদাসসর নজরকে বলতে শুনতাম যে, এই ছেলেটার প্রতিভা আছে৷ কিন্তু সে সময় তারা কী বলতে চেয়েছিল তা আমি বুঝতে পারিনি। তারপরে আমি একদিন ইমরান ভাইকে জিজ্ঞেস করি৷ তিনি বলেছিলেন, আপনার গতি ছলনাময়ী এবং বল দারুণ সুইং করছে৷ আমাকে এতে আরও খাটতে হবে৷’

আকরাম আরও বলেন, ‘কিছুই সহজ হয় না, একই পরামর্শ, যা আমি এই তিনটি খেলোয়াড়ের কাছ থেকে শিখেছি৷ যদিও তাদের পদ্ধতি আলাদা ছিল। বোলার হিসাবে আমাদের কাজ ব্যাটসম্যানদের মনে সন্দেহ তৈরি করা। আমি যে প্রতিভাধর তা ট্যাগটি উপভোগ করেছি।’

(ঢাকাটাইমস/১১ মে/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :