বিয়ের ঘোষণা দিলেন ‘বাহুবলী’র ভিলেন

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৪ মে ২০২০, ১১:১৩| আপডেট : ১৪ মে ২০২০, ১১:৩৭
অ- অ+

বিয়ের ঘোষণা করলেন ‘বাহুবলী’ তারকা রানা দাগ্গুবাতি। টুইটারে তিনি হবু বউয়ের একটি ছবি পোস্ট করে এই সুখবর জানান। লিখেছেন, ‘ও আমার প্রস্তাবে হ্যাঁ বলেছে।’ রানার বাগদত্তার নাম মিহিকা বাজাজ। তিনি হায়দ্রাবাদের ‘ডেকর স্পেস’ ডিজাইন স্টুডিওর প্রতিষ্ঠাতা। লকডাউনের মধ্যেই গেল মঙ্গলবার তাদের আংটি বদল হয়।

২০১৮ সাল থেকে শুরু হয় রানা মিহিকার এই স্বপ্নের পথ চলা। থাকেন হায়দ্রাবাদেই। তবে বিয়েটা কবে হচ্ছে, সেটা বলেননি রানা। অনুমান করা হচ্ছে, লকডাউন শেষ হলে, আনুষ্ঠানিকভাবে তাদের চারহাত এক হবে। সোশাল মিডিয়ায় এই ঘোষণার পরই ভক্তরা রানাকে শুভেচ্ছা জানাতে থাকেন। তামিল ও তেলেগু ছবির তারকারাও তাতে সামিল হন।

কিন্তু জানেন কী, কে এই মিহিকা? কাজের সূত্রে প্রায়ই হায়দ্রাবাদ থেকে মুম্বাই যান তিনি। এমনকী বলিউডের প্রচুর পার্টিতেও তাকে দেখা যায়। বলিউড সুপারস্টার অনিল কাপুরের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে মিহিকার। অনিল-কন্যা সোনম কাপুরের বিশেষ বন্ধু তিনি।

মিহিকার ইনস্টাগ্রাম জুড়ে শুধুই সোনম কাপুর এবং তার আরেক বন্ধু সানায়ার ছবি। সোনমের জন্মদিনে তিনি লিখেছিলেন, ‘শুভ জন্মদিন সোনা। আমরা একসঙ্গে আরও অনেক নাইট আউট করব। আমার স্বপ্নের প্রোজেক্টের সঙ্গী হবে তুমি। খুব ভালোবাসি তোমাকে।’

ঢাকাটাইমস/১৪মে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেস সচিবের বছরপূর্তির আত্মমূল্যায়ন- ৩৬ ঘণ্টায় দিন হলে ভালো হতো
দুদকের মামলায় পাপিয়া দম্পতির সাড়ে তিন বছর কারাদণ্ড
ব্যবসায়ীকে বালিতে পুঁতে চাঁদা আদায়: বিএনপি নেতা আসাদুজ্জামান জনি গ্রেপ্তার
আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা: ইসি সচিব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা