টিপস

হোয়াটসঅ্যাপ মেসেজ শিডিউল করে রাখবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মে ২০২০, ০৯:৪৩

হোয়াটসঅ্যাপে আগাম মেসেজ লিখে, তা যদি শিডিউল করে রাখা যেত কি ভালোই না হতো! এমন মনের বাসনা রয়েছে কমবেশি প্রত্যেক হোয়াটসঅ্যাপ ইউজারের। ঠিক সময়ে ঠিক মেসেজ করতে শিডিউল অপশনটি থাকলে সুবিধা হত ব্যবহারকারীদের। এই অনুরোধ হোয়াটসঅ্যাপের কাছে পৌঁছালেও, এখনও এই অনুরোধের কোনো সুরাহা করে উঠতে পারেনি সংস্থা।

কিন্তু এই প্রতিবেদন আপনাকে একটি সহজ উপায় বলে দেবে। যার মারফত আপনি হোয়াটসঅ্যাপের মেসেজ আগাম শিডিউল করে রাখতে পারবেন।

অ্যান্ড্রয়েডে কীভাবে হোয়াটসঅ্যাপ ম্যাসেজ শিডিউল করে রাখবেন?

প্রথমেই বলে নেওয়া ভাল আপনাকে এই সুবিধা পেতে থার্ডপার্টি অ্যাপ ব্যবহার করতে হবে। উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ থার্ডপার্টি অ্যাপ ব্যবহারের অনুমতি দেবে আপনাকে। কিন্তু আপনি যদি থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে না চান, তাহলে হোয়াটসঅ্যাপের অফিশিয়াল লঞ্চের জন্য অপেক্ষা করতে হবে। মূলত, গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার ভয়ে অনেকেই থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে চায় না।

*গুগল প্লে স্টোরে গিয়ে আপনাকে ডাউনলোড করতে হবে, SKEDit অ্যাপটি।

*অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে সেটি ওপেন করে সেখানে আপনার অ্যাকাউন্টটি সেটআপ করুন।

*এরপরে আপনাকে ফোনের পরিষেবা ব্যবহার করার জন্য অনুমতি দিতে হবে ।

*তালিকার মধ্যে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করুন

*থার্ড পার্টি অ্যাপ মারফত আপনি পৌছে যাবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে।

*সেখানে কাউকে মেসেজ করার সময় এন্টার এর আগে আপনাকে শিডিউল করার সুযোগ দেবে।

আপনি যদি আইওএস ব্যবহারকারী হন তাহলে আপনার থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করার প্রয়োজন নেই। এক্ষেত্রে আপনি সিরি সর্টকাট কে শিডিউল করার জন্য ব্যবহার করতে পারেন। *অ্যাপেল অ্যাপস্টোরে ডাউনলোড করুন সিরি শর্টকাট।

* অ্যাপের এর ভিতরে ঢুকে + চিন্থে গিয়ে create personal automation সিলেক্ট করুন।

*সেখানে সময় ও দিন নির্ধারণ করুন। এরপর নেক্সট ক্লিক করুন।

*সিলেক্ট add action, এবং এরপর সিলেক্ট করুন text অপশন।

*এরপর মেসেজ টাইপ করে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করুন।

*এরপর নাম ও প্রেস বাটন ক্লিক করুন।

(ঢাকাটাইমস/১৬মে/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা