১৪৭-১৪৮ কিলোমিটারেও বল করেছি: মাশরাফি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মে ২০২০, ২১:১৫

১৭ বছর বয়সে, ২০০১ সালে নিউজিল্যান্ড সফরে ঘন্টায় ১৪৭-১৪৮ কিলোমিটার গতিতে ও বল করেছিলেন বলে জানান বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শনিবার শেষ হওয়া তামিম ইকবালের লাইভ শো’তে এ তথ্য জানান ম্যাশ। অবশ্য প্রসঙ্গটা তামিমই তুলেছিলেন।

তামিম বলেন, ‘মাশরাফি ভাই, আপনার একটা স্পেলের কথা বলবেন, যেটায় আপনি সবচেয়ে জোরে বল করেছেন। এতটা জোরে আমাদের দেশের হয়ে আর কখনও করেননি। মনে পড়ে কোন স্পেল?’

দ্রুত পুরনো স্মৃতি মনে করে মাশরাফি বলেন, ‘২০০১ সালে হ্যামিল্টন টেস্টে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ক্রিস কেয়ার্নস, এডাম পেরোরে ও ক্রেইগ ম্যাকমিলানকে যে স্পেলটি করেছিলাম, সেটি মনে পড়ে। চা-বিরতির পর টানা সাত ওভার ১৪০ কিলোমিটারের উপরে বল করেছি। আর কিছু বল ১৪৫-১৪৬ হয়েছিল। আবার সেদিন ১৪৭-১৪৮ পর্যন্তও গিয়েছিল।’

ঐ ম্যাচে প্রথম ইনিংসে ১০৬ রানে ৪ উইকেট ও ১০০ রানে ৩ উইকেট শিকার করেন মাশরাফি।

মাশরাফির কথা শেষ হতেই মুশফিক তার স্মৃতি তুলে ধরেন।

তিনি বলেন, ‘বিকেএসপিতে প্রথম দেখেছি মাশরাফি ভাইকে। আমরা তখন বল বয় ছিলাম। দেখেছি কত জোরে বল করেন। অত জোরে বল জীবনে দেখিনি আমি। রান আপও ছিল বিশাল, এত জোরে বল আগে কখনও কাউকে করতে দেখিনি। সে ম্যাচে ব্যাটিংয়ে ফিফটিও করেছিলেন মাশরাফি ভাই। আমি একটা বল ধরেছিলাম মাঠের বাইরে। দারুণ খুশি ছিলাম যে মাশরাফি ভাইয়ের মারা বল ধরেছি।’

(ঢাকাটাইমস/২৪ মে/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

লিটন রান না পেলেও তার কঠোর পরিশ্রমকে গুরুত্বপূর্ণ বললেন ব্যাটিং কোচ

তামিম-হৃদয়ের ব্যাটিং নিয়ে যা বললেন বাংলাদেশের ব্যাটিং কোচ

চট্টগ্রামে বিশ্রামের দিনে ‘পঞ্চপাণ্ডবের’ ছবি পোস্ট করে স্মৃতিকাতর মাহমুদউল্লাহ

একজন টেনিস খেলোয়াড় তৈরি করব, যার জন্য দেশবাসী গর্ব করবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তান-ভারত ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ!

নিজেদের জয়ের সঙ্গে বার্সেলোনার পরাজয়ে আজই শিরোপা জিতবে রিয়াল

বিশ্বকাপজয়ী ডি মারিয়াকে দলে ভেড়ানোর চেষ্টায় মিয়ামি

জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারানোর ম্যাচে জাকেরের গায়ে উঠল মেরুন জ্যাকেট

এবার বাজারে আসছে মেসির হাইড্রেশন পানীয়

বাংলাদেশের বিপক্ষে হারের কারণ হিসেবে যা বলছে জিম্বাবুয়ে

এই বিভাগের সব খবর

শিরোনাম :