কালো বলে আমি গর্বিত: সেরেনা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০২০, ১৭:০৯
অ- অ+

তিনি যে রকম, নিজেকে সেভাবেই পছন্দ তাঁর। কৃষ্ণাঙ্গ বলেই গর্বিত তিনি। ইন্সটাগ্রাম লাইভে স্বামী অ্যালেক্সিস ওহানিয়ানকে সাক্ষাৎকার দিলেন সেরেনা উইলিয়ামস।

তাঁর স্বামী ওহানিয়ান, যিনি সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ‘রেডিট’-এর প্রতিষ্ঠাতা, তিনি তাঁর সংস্থার বোর্ড অফ ডিরেক্টর্স থেকে পদত্যাগ করেছেন। তাঁর প্রতিষ্ঠিত সংস্থাকেই তিনি অনুরোধ করেছেন, তাঁর পদে কোনও কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে বসানোর জন্য।

রবিবার রাতে এই সাক্ষাৎকারে সেরেনা বলেন, ‘আমার সারাজীবনে একটা ব্যাপার শিখেছি। বিশ্বের সব কিছু অন্যভাবে দেখা। সেটা আমার চামড়ার রং আলাদা হওয়ার জন্য। খেলোয়াড় জীবনে অনেক সময় আমাকেও কিছু পরিস্থিতির সামনে পড়তে হয়েছিল, যখন আমি স্বাভাবিক ব্যবহারের চেষ্টা করেছি।’

তিনি আরো বলেন, ‘তবে কালো হওয়ার জন্যই আমি নিজেকে শক্তিশালী মনে করেছি। আমার বাবা-মা আমাকে সে রকমই শিখিয়েছিলেন।’

ওহানিয়ানকে সেরেনা বলেন, ‘আমি যেরকম, তার জন্য আমি গর্বিত। কৃষ্ণাঙ্গ হওয়ার জন্য। আমি সব সময়েই মনে করি, কৃষ্ণাঙ্গ না হলে যা হয়েছি, সেটা হতে পারতাম না।’

নিজের পদত্যাগের কথা ইন্সটাগ্রামেই পোস্ট করেছেন ওহানিয়ান। রেডিট প্রতিষ্ঠার পর ১৫ বছর ধরে সংস্থার বোর্ডে ছিলেন। জর্জ ফ্লয়েডের হত্যা যেন আমেরিকার সমাজের ভিত নড়িয়ে দিয়েছে। সারা বিশ্বে প্রতিবাদের ঝড়। ওহানিয়ান প্রতিবাদ করলেন অন্যভাবে।

পাশাপাশি বলে দিলেন, ‘রেডিটের শেয়ার থেকে যা পাব, তা ভবিষ্যতেও নানাভাবে কৃষ্ণাঙ্গদের জন্য ব্যয় করব। আপাতত কলিন কেপারনিকের সংস্থা ইওররাইটসক্যাম্প-এ ১০ লক্ষ ডলার দিচ্ছি।’

(ঢাকাটাইমস/৯ জুন/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজয়নগর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির টহল জোরদার 
গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩
কাকরাইল মোড়ে জবি শিক্ষক-শিক্ষার্থীরা, দুপুরে গণঅনশন
সহকর্মীর সঙ্গে দুর্ব্যবহার, ক্ষমা চাইলেন অভিনেতা শামীম হাসান সরকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা