করোনায় গফরগাঁওয়ের স্কুল শিক্ষিকার মৃত্যু

করোনায় ময়মনসিংহের গফরগাঁওয়ে মাকসুদা জাহান মুর্শিদী (৪৯) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মুখী মোমজান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা ছিলেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মঈন উদ্দিন খান মানিক এ তথ্য নিশ্চিত করেন।
মৃতের স্বামী উপজেলার পাগলা থানাধীন বিলমাখল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও মুখী গ্রামের শামছুল হক সবুজ জানান, গত সপ্তাহে শিক্ষিকা মাকসুদা জাহানকে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে ময়মনসিংহের সুর্যকান্ত (এসকে) হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মাকসুদা জাহানের লাশ গ্রামের বাড়িতে দাফন হবে বলেও জানান তিনি।
ঢাকাটাইমস/১৮জুন/পিএল

মন্তব্য করুন