নন-এমপিওভুক্ত ৭৩ জনের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ জুলাই ২০২০, ০০:২০ | প্রকাশিত : ১৪ জুলাই ২০২০, ০০:১৯

টাঙ্গাইলের মির্জাপুরে করোনায় ক্ষতিগ্রস্ত নন-এমপিওভুক্ত ৭৩ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া প্রণোদনার চেক হস্তান্তর করা হয়েছে।

সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭৩ জন শিক্ষক-কর্মচারীর হাতে এই চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) মীর্জা মো. জুবায়ের হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ, বিআরডিবির ভাইস চেয়ারম্যান মো. আবিদ হোসেন শান্ত, উপজেলা (ভূমি) অফিসের সার্ভেয়ার মো. ওমর ফারুক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রধান সহকারী মো. নজরুল ইসলাম।

সূত্র জানায়, মির্জাপুর উপজেলার ২০টি মাধ্যমিক স্কুল এবং ২টি কলেজের নন-এমপিওভুক্ত ৫৫ জন শিক্ষক এবং ১৮ জন কর্মচারীর মাঝে ৩ লাখ ২০ হাজার টাকার চেক বিতরন করা হয়েছে।

নন এমপিওভুক্ত শিক্ষকদের জনপ্রতি ৫ হাজার এবং কর্মচারীদের জনপ্রতি ২ হাজার ৫শ টাকা দেয়া হয়।

(ঢাকাটাইমস/১৪জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :