পূজার নায়ক ‘ঢাকা অ্যাটাক’-এর সুমন

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ২৪ জুলাই ২০২০, ১৮:৩৩
অ- অ+

বাংলাদেশের ‘পোড়ামন টু’, ‘দহন’ এবং কলকাতার দুটি ছবিতে অভিনয় করে ইতোমধ্যে নিজেকে জনপ্রিয় নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন পূজা চেরি। অন্যদিকে, ২০১৭ সালে দীপঙ্কর দীপনের পুলিশ অ্যাকশন থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন এমবিএম সুমন। এই দুই তারকা এবার জুটি বাঁধতে চলেছেন একই ছবিতে।

জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হকের লেখা উপন্যাস অবলম্বনে একটি চলচ্চিত্র নির্মাণ করতে চলেছেন নামী পরিচালক ইস্পাহানি আরিফ জাহান। নাম ‘হৃদিতা’। সেখানে নাম ভূমিকায় অভিনয় করবেন চলচ্চিত্রের সবচেয়ে কম বয়সী নায়িকা পূজা চেরি। তার বিপরীতে কবির চরিত্রে থাকবেন এবিএম সুমন। ইস্পাহানি আরিফ জাহানের এই ছবিটি এ বছর সরকারি অনুদান পেয়েছে।

সম্প্রতি রাজধানীর মগবাজারের একটি রেস্তোরাঁয় ‘হৃদিতা’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চলচ্চিত্রের নতুন জুটি পূজা ও সুমন। ছবিটি সম্পর্কে ‘ঢাকা অ্যাটাক’ তারকা এবিএম সুমন বলেন, ‘ছবির চিত্রনাট্যে নব্বইয়ের দশকের প্রেম-বিরহকে বর্তমান সময়ের সঙ্গে বেঁধে ফেলা হয়েছে। মনে হচ্ছে, ভালো কিছু হবে, অন্তত আমার সেটাই আশা।

অন্যদিকে ‘পোড়ামন টু’ তারকা পূজা চেরি বলেন, ‘প্রথমবারের মতো সাহিত্য-নির্ভর সিনেমাতে অভিনয় করতে যাচ্ছি। সেটাও আবার খুব জনপ্রিয় আনিসুল হক স্যারের গল্পে। আমি চেষ্টা করব গল্পে যেভাবে হৃদিতা সবার মন ছুয়েঁছে, সেভাবে যেন পর্দাতেও চরিত্রটিকে জীবন্ত করে তুলতে পারি।’ তবে ছবির শুটিং কবে থেকে শুরু হবে সে ব্যাপারে কিছু জানা যায়নি।

ঢাকাটাইমস/২৪জুলাই/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা