ধোনিকে ‘বিশেষ বার্তা’ মোদির

পাঁচ দিন আগেই আন্তর্জাতিক অবসর নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাব্কে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ তাঁর এহেন সিদ্ধান্তে কার্যত চমকে গিয়েছে ক্রিকেটবিশ্ব৷ আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনির হঠাৎ অবসর মেনে নিতে পারেননি অনেকেই৷
কিন্তু এত তাড়াতাড়ি যে এমন সিদ্ধান্ত ‘ক্যাপ্টেন কুল’ নেবেন তা মেনে নিতে পারছেন অসংখ্য অনুরাগী৷ আর এরই মধ্যে ধোনির কাছে গেল দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা!
ধোনিকে ক্রিকেটে তাঁর অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি একটি দীর্ঘ ও সংবেদনশীল বার্তা পাঠিয়েছেন ধোনিকে। ধোনি গত ১৫ আগস্ট তাঁর ১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ইতি টেনেছেন৷
ভারতের বর্তমান প্রধানমন্ত্রী ধোনিকে ক্রিকেটের মাঠে তাঁর কৃতিত্ব এবং ভারত ও বিশ্বের খেলাধুলার জন্য যা কিছু করেছেন তার প্রশংসা করে চিঠিতে লিখেছেন, ‘আপনার ট্রেডমার্ক নির্মোহ শৈলীতে আপনি একটি ভিডিও শেয়ার করেছেন৷ যা পুরো জাতির জন্য অনুরাগী আলোচনার পয়েন্ট হয়ে উঠতে যথেষ্ট ছিল৷ ১৩০ কোটি ভারতীয় হতাশ হয়েছিলেন৷ তবে আপনি ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছেন তার জন্য চিরকৃতজ্ঞ।’
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিঠি তুলে ধরে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক৷ টুইটে ধোনি লিখেছেন, ‘একজন শিল্পী, সৈনিক এবং ক্রীড়াবিদের জন্য এই প্রশংসা, তার কঠোর পরিশ্রম এবং ত্যাগের বিষয়টি সবার কাছে উপলব্ধি করায়৷ আপনার প্রশংসা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ।’
সারা বিশ্বের ক্রিকেট অনুরাগীদের অবাক করেই শনিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি৷ কিন্তু তাঁর অবসর ঘোষণায় যে আসমুদ্র হিমাচল আলোড়িত হয়েছে তা বলার অপেক্ষা রাখে না৷
(ঢাকাটাইমস/২০ আগস্ট/এসইউএল)

মন্তব্য করুন