গাইবান্ধায় ব্রিজ ভেঙে ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২০, ১১:৩৫
অ- অ+

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সিমেন্টবোঝাই একটি ট্রাক বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। এতে যানটির চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে ফুলছড়ি উপজেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সোমবার সকালে উপজেলার কালিরবাজার-উদাখালী সড়কের পূর্বছালুয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ফুলছড়ি ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি ৫০ টন সিমেন্ট নিয়ে ফুলছড়ি যাচ্ছিল। সকালে পূর্বছালুয়া নামক স্থানে বেইলি ব্রিজ পার হওয়ার সময় ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, দুর্ঘটনার পর ট্রাক চালকের সহকারীকে উদ্ধার করা গেলেও চালক মারা গেছেন। তার মরদেহ ট্রাকের নিচে চাপা পড়েছে। মরদেহ উদ্ধারে চেষ্টা চলছে।

দুর্ঘটনার পর থেকে ফুলছড়ি উপজেলা সঙ্গে সদরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশাদুজ্জামান বলেন, ট্রাকটি সরানোর পর ব্রিজটি প্রতিস্থাপনের কাজ শুরু করা হবে।

ঢাকাটাইমস/২৪আগস্ট/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আসিফ নজরুলের বক্তব্য চিকিৎসকদের আত্মমর্যাদা ও পেশাদারির ওপর আঘাত: ডা. রফিকুল
ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি: ডিএমপি
‘কাগজ’-এর পর জুলফিকারের নতুন সিনেমা, নায়িকা হচ্ছেন রুনা খান
গাইবান্ধায় বিকাশ এজেন্ট ও জামায়াত নেতা নজরুলের মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা