সিরাজুল ইসলাম মেডিকেলে অভিযান চালাচ্ছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ আগস্ট ২০২০, ১৪:২৪ | প্রকাশিত : ২৫ আগস্ট ২০২০, ১৪:২৩

মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট, টেস্টিং কিট ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে রাজধানীর মালিবাগের সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালাচ্ছে র‌্যাব।

মঙ্গলবার বেলা দেড়টা থেকে হাসপাতালটিতে অভিযান শুরু করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের টাস্কফোর্সও সমন্বিতভাবে এই অভিযানে অংশ নিয়েছে।

অভিযানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার পর নিজেদের প্যাডে ফলাফল দিতো সিরাজুল ইসলাম মেডিকেল। কিন্তু সংগ্রহ করা নমুনা সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করে সাধারণভাবে ফ্রিজিং করা হতো বলে অভিযোগ উঠে হাসপাতালটির বিরুদ্ধে। শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতালটিতে অভিযান চালাচ্ছে র‌্যাব।

ঢাকাটাইমস/২৫আগস্ট/এআর/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :