পুনর্ব্যবহারযোগ্য এয়ার পিউরিফায়ার মাস্ক আনছে এলজি

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২০, ১০:৫১
অ- অ+

পুনর্ব্যবহারযোগ্য এয়ার পিউরিফায়ার যুক্ত ফেস মাস্ক আনছে এলজি। প্রতিষ্ঠানটি দাবি করছে। এই চার্জেবল এই মাস্ক ব্যবহার করে টানা ৮ ঘণ্টার সুরক্ষা মিলবে।

সেপ্টেম্বরে বাজারে বাজারে আসবে এলজির পুনর্ব্যবহারযোগ্য এয়ার পিউরিফায়ার যুক্ত ফেস মাস্ক। তখন এই মাস্কের দাম জানাবে এলজি।

বায়ু পরিশুদ্ধ করতে এই মাস্ক দুটি এইচ১৩ ও এইচইপিএ ফিল্টার ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই ফেস মাস্কে তিন স্পিড লেভেল যুক্ত ডুয়েল ফ্যান ব্যবহার করা হয়েছে যেগুলো শ্বাস-প্রশ্বাসের সময় স্বয়ংক্রিয় ভাবে কাজ করবে।

এলজির পুনর্ব্যবহারযোগ্য, এয়ার পিউরিফায়ার যুক্ত এই ফেস মাস্ক চার্জেবল। মাস্কটিতে একটি ৮২০ এমএএইচের ব্যাটারিও রয়েছে। যেটির সাহায্যে অন মোডে ৮ ঘণ্টা পর্যন্ত আর হাই মোডে ২ ঘণ্টা পর্যন্ত সক্রিয় ভাবে কাজ করবে।

মাস্কের ফিল্টারটি কখন পরিবর্তন করা প্রয়োজন, তা এলজি থিন কিউ মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীকে নোটিফিকেশন দেবে।

(ঢাকটাইমস/৩১আগস্ট/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আপা আর আসবে না, কাকা আর হাসবে না: এসপি সানতু 
পদ্মার তীব্র স্রোতে ধসে পড়েছে জেটি, ঝুঁকিতে আরেকটি
দেশে স্বচ্ছ ও প্রতিহিংসামুক্ত রাজনৈতিক পরিবেশ গড়ার অঙ্গীকার বিএনপির: আমিনুল হক 
প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেল: সালাহউদ্দিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা