টাইগ্রিসদের সাবেক কোচ ডেভিড ক্যাপেল আর নেই

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৪

ইংল্যান্ডের প্রাক্তন অল-রাউন্ডার ও বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক কোচ ডেভিড ক্যাপেল দীর্ঘ অসুস্থতার কারণে বুধবার মারা গেলেন৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর৷ এদিন তার প্রাক্তন কাউন্টি ক্লাব নর্থাম্পটনশায়ার মৃত্যুর খবর জানিয়েছে৷

১৯৮৭ থেকে ১৯৯০ এর মধ্যে ইংল্যান্ডের হয়ে ১৫টি টেস্ট এবং ২৩টি ওয়ান ডে খেলেছিলেন৷ প্রাক্তন এই অল-রাউন্ডার ক্যাপেলের ১৮ সালে মস্তিষ্কের টিউমার ধরা পড়েছিল। এদিন ক্লাবের তরফে তাদের টুইটার অ্যাকাউন্টে লেখা হয়েছে, ‘আমরা অবিশ্বাস্যরকম ভগ্ন হৃদয়ের সঙ্গে জানাচ্ছি যে, নর্থাম্পটনশায়ার প্রাক্তন খেলোয়াড় তথা ইংল্যান্ডের দুর্দান্ত অল-রাউন্ডার ডেভিড ক্যাপেল ৫৭ বছর বয়সে মারা গিয়েছেন৷’

‘নতুন ইয়ান বোথাম’ হওয়ার ট্যাগ নিয়ে বোঝা বেশ কয়েকজন অল-রাউন্ডার ক্যাপেল ১৯৮৭ সালে একটি হাফ-সেঞ্চুরি হাঁকিয়ে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট অভিষেক করেছিলেন। তিনি ১৯৯০ সালে জামাইকায় শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারানো ইংল্যান্ড দলের অন্যতম সদস্য ছিলেন ক্যাপেল৷

১৯৮৭ সালে করাচিতে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ৯৮ রানের স্কোর নিয়ে ক্যাপেল ১৫.৫৮ গড়ে ৩৭৪ টেস্ট রান করেছিলেন৷ এছাড়াও তাঁর মিডিয়াম পেসের মাধ্যমে ২১টি উইকেট নিয়েছিলেন৷

ইংল্যান্ড ও নর্থহান্টসের প্রাক্তন সতীর্থ অ্যালান ল্যাম্ব টুইটারে লিখেছেন, ‘আমার প্রাক্তন সতীর্থ দীর্ঘদিনের অসুস্থতায় কাটিয়েছেন শুনে খুব খারাপ লাগছে। ডেভিড ক্যাপেল অল-রাউন্ড ব্যক্তি এবং মাঠের বাইরে একজন প্রকৃত ভদ্রলোক৷ আমরা আপনাকে বন্ধুকে মিস করতে যাচ্ছি। আপনার পরিবারের প্রতি সান্তনা ও সমবেদনা জানায়৷

তিনি ১৯৮১ এবং ১৯৯৮ সালের মধ্যে তার পুরো কেরিয়ারে নর্থহ্যাম্পটনশায়ারের প্রতিনিধিত্ব করেছিলেন। পরবর্তী কালে তিনি অ্যাকাডেমি চালাতেন৷ ২০০৬ সালে প্রধান কোচ হিসেবে নিযুক্ত হন। ২০১২ সালে ক্লাবটির সঙ্গে তিন দশকের সম্পর্কের অবসান ঘটল৷ তার পরে ইংল্যান্ড মহিলা দলের সহকারী কোচ হিসাবেও দায়িত্ব পালন করেছেন ক্যাপেল৷

ইংল্যান্ড এবং ওয়েলসের চিফ এক্সিকিউটিভ অফিসার টম হ্যারিসন বলেছিলেন, ‘ইংলিশ ক্রিকেট পরিবার এবং বিশেষত নর্থহান্টস সিসিসি-র সঙ্গে সংযুক্তদের জন্য এটি অত্যন্ত বিস্ময়কর এবং দুঃখজনক সংবাদ। ‘ডেভিড তার যুগের অন্যতম সেরা অল-রাউন্ডার ছিলেন এবং ওয়ান্টেজ রোডে অবাক করে দিয়েছিলেন ৩৩ বছর।’

ক্যাপেল ২০১৬ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের মে পর্যন্ত বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সাল থেকে ইংল্যান্ড নারী দলের সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

(ঢাকাটাইমস/০৩ সেপ্টেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

লিটন রান না পেলেও তার কঠোর পরিশ্রমকে গুরুত্বপূর্ণ বললেন ব্যাটিং কোচ

তামিম-হৃদয়ের ব্যাটিং নিয়ে যা বললেন বাংলাদেশের ব্যাটিং কোচ

চট্টগ্রামে বিশ্রামের দিনে ‘পঞ্চপাণ্ডবের’ ছবি পোস্ট করে স্মৃতিকাতর মাহমুদউল্লাহ

একজন টেনিস খেলোয়াড় তৈরি করব, যার জন্য দেশবাসী গর্ব করবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তান-ভারত ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ!

নিজেদের জয়ের সঙ্গে বার্সেলোনার পরাজয়ে আজই শিরোপা জিতবে রিয়াল

বিশ্বকাপজয়ী ডি মারিয়াকে দলে ভেড়ানোর চেষ্টায় মিয়ামি

জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারানোর ম্যাচে জাকেরের গায়ে উঠল মেরুন জ্যাকেট

এবার বাজারে আসছে মেসির হাইড্রেশন পানীয়

বাংলাদেশের বিপক্ষে হারের কারণ হিসেবে যা বলছে জিম্বাবুয়ে

এই বিভাগের সব খবর

শিরোনাম :