টিকটকের মতো ভিডিও অ্যাপ আনছে অপো

চীনের স্মার্ট নির্মাতা প্রতিষ্ঠান অপো টিকটকের মতো শর্ট ভিডিও অ্যাপ আনছে। নতুন এই অ্যাপ অপোর সব নতুন ফোনে প্রি-ইনস্টল করা থাকবে।
যদিও অপ্পোর এই নতুন শর্ট-ভিডিও প্ল্যাটফর্ম সম্পর্কে এখনো পর্যন্ত তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে প্রতিষ্ঠানটির এক এক্সিকিউটিভ জানিয়েছেন, এই বছরের শেষের দিকে এই পরিষেবাটি চালু হতে পারে।
এমনিতেই বিশ্ব বাজারে রোষের মুখে পড়েছে বাইট ড্যান্সের মালিকানাধীন টিকটক। প্রতিবেশি দেশ ভারতে এই অ্যাপ নিষিদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রেও টিকটক নিষিদ্ধ হওয়ারও সম্ভাবনা প্রবল। এই অবস্থায় বিশ্বের পঞ্চম বৃহত্তম স্মার্টফোন ব্র্যান্ড অপো যদি নিজস্ব ভিডিও মেকিং বিকল্প নিয়ে আসে, তাহলে টিকটকের ওপর চাপ আরো বাড়বে।
অপো যদি এমনটা করে তাতে অবাক হওয়ার কিছু নেই, কারণ ইতিমধ্যে শাওমি তার নিজস্ব শর্ট-ভিডিও অ্যাপ নিয়ে এসেছে, যার নাম ‘জিলি’।(ঢাকাটাইমস/৮সেপ্টেম্বর/এজেড)

মন্তব্য করুন