ভৈরবে ১৮৭ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২০, ২১:০৮

ভৈরবে ১৮৭ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প। আটক ব্যক্তি পৌর শহরের কালিপুর বাদশার বিল দক্ষিণপাড়ার বাসিন্দা আরমান (২৮)।

শনিবার ভোরে ভৈরব পৌর শহরে বাদশা বিল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি মাদক কারবারি চক্র নিয়মিত বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় পাইকারি-খুচরা বিক্রি করে থাকে।

এসব তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য ওই চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি চালানো হয়। এরপর তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে অভিযান চালানো হয়। শনিবার ভোর রাতে ভৈরব থানাধীন বাদশা বিল গ্রামের ধৃত আসামী আরমানের বসত বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়।

র‌্যাবের এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন জানান, আটক মাদক কারবারি এলাকার চিহ্নিত ব্যক্তি। তার বসতঘর থেকে ১৮৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এর আনুমানিক মূল্য তিন লাখ পচাঁত্তর হাজার টাকা।

আটককৃত আসামির বিরুদ্ধে ভৈরব থানায় মামলা করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :