মরগ্যানকে অধিনায়ক করতে পারে কেকেআর

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২০, ১৪:০০

গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক দীনেশ কার্তিকের সঙ্গে আন্দ্রে রাসেলের মনোমালিন্য ঘিরে দলটির মধ্যে অশান্তি ছিল। কার্তিকের সঙ্গে রাসেলের মতান্তর তৈরি হয় ব্যাটিং অর্ডার নিয়ে। তবে, বিষয়টি নিয়ে টিম কর্তৃপক্ষ সব কানাঘুষাই উড়িয়ে দিয়েছে।

আবার, ২০১৪ সালের পর কেকেআর আর চ্যাম্পিয়ন হতে পারেনি। তবুও তাদের দল বেশ হেভিওয়েট। এবারও তাদের লড়াই সহজ হবে না, কেননা মুম্বাই, চেন্নাই, হায়দরাবাদ দলগুলি বেশ শক্তিশালী। তাই তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার জন্য কঠোর হতে পারে নাইট কর্তৃপক্ষ। তারা আভাস দিয়ে রেখেছে, টুর্নামেন্ট চলাকালীন দলের নেতা বদল হতে পারে।

কার্তিকের ফর্ম যদি ভালো না হয়, তাহলে টুর্নামেন্টের মাঝপথেই দলের নেতৃত্বের ভার দেওয়া হতে পারে ইয়ন মরগ্যানকে। তিনি আবার ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলনেতাও। এই খবর ফাঁস করেছেন সুনীল গাভাস্কার।

তিনি এক ওয়েবসাইটকে জানিয়েছেন, ‘কেকেআর যদি প্রথম চারটি ম্যাচে ভালো ফল করতে পারে, তাহলে হয়তো কার্তিক থেকে যেতে পারেন অধিনায়কত্বে, না হলে ওর জায়গায় অধিনায়ক হতে পারেন মরগ্যান।’

তিনি আরও বলেছেন, ‘নাইট রাইডার্স দলে দারুণ ভারসাম্য রয়েছে, এবারও ভাল দল। খুব সাজানো ও বিধ্বংসী ব্যাটিং অর্ডার রয়েছে। তার মধ্যে মরগ্যানের অন্তর্ভুক্তি মিডলঅর্ডারে বাড়তি স্থিতিশীলতা ও অভিজ্ঞতা এনে দিয়েছে। এও তো ঠিক, মরগ্যান নিজেও পরিস্থিতি অনুযায়ী খেলার ধরন পাল্টাতে পারে।’

গাভাস্কার এই মুহূর্তে আইপিএলে ধারাভাষ্য দিচ্ছেন, তাঁর সঙ্গে রয়েছেন পুত্র রোহনও। গাভাস্কার বলেছেন, ‘কেকেআর হয়তো প্রথম পাঁচটি ম্যাচে কার্তিকের পারফরম্যান্স দেখবে, তারপর ভাল হলে থাকবে, না হলে পাল্টে দেবে, এসব লিগে এ ধরনের প্রবণতা খুবই দেখা যায়।’

কলকাতার অন্যতম অস্ত্র অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। নিলামে সর্বোচ্চ মূল্য সাড়ে ১৫ কোটি রুপি দিয়ে কামিন্সকে নিয়েছে কেকেআর। ফলে তাঁর ওপর চাপ থাকবে বিস্তর, কেননা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে কামিন্সকে সেরা ফর্মে দেখা যায়নি, মত গাভাস্কারের।

(ঢাকাটাইমস/২২ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :