বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপিয়ান অঞ্চলের ড্র ৭ ডিসেম্বর

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২০, ১৬:১৩
অ- অ+

২০২২ বিশ্বকাপকে সামনে রেখে ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বের গ্রুপ পর্বের ড্র আগামী ৭ ডিসেম্বর জুরিখে ফিফার সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা এই ঘোষণা দিয়েছে।

এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘কোভিড-১৯ পরিস্থিতির কারণে পুরো অনুষ্ঠানটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে যেখানে ৫৫টি দেশের প্রতিনিধি উপস্থিত থাকবেন।’

স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় ড্র অনুষ্ঠান শুরু হবে যা সরাসরি সম্প্রচারের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দেয়া হবে।

২৬ নভেম্বর প্রকাশিতব্য ফিফার সর্বশেষ র‌্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করেই ড্রয়ের সিডিং চূড়ান্ত হবে। স্বাভাবিক ভাবেই শীর্ষ র‌্যাঙ্কিং দেশগুলোকে সবচেয়ে শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে শীর্ষ ১০ এর বাইরে রয়েছে ডেনমার্ক, সুইজারল্যান্ড ও পোল্যান্ড।

বিশ্বকাপের বাছাইপর্বে সর্বমোট ৫৫টি ইউরোপিয়ান দেশ অংশ নেয়। এর মধ্যে পাঁচটি গ্রুপে থাকে ছয়টি করে দল। বাকি পাঁচটি গ্রুপের থাকে পাঁচটি করে দল। ১০টি গ্রুপের শীর্ষ ১০টি দল সরাসরি মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। সাথে আরো তিনটি দেশ প্লে-অফ থেকে সুযোগ পায়।

২০২২ সালের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ইউরোপের ১৩টি দেশ অংশ নেবে। ইতোমধ্যে আফ্রিকা, এশিয়া ও দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে ম্যাচ শুরু হয়ে গেছে।

(ঢাকাটাইমস/২৪ অক্টোবর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা