ফরিদপুরে ইয়াবা-ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার

ফরিদপুরে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ আজগর আলী মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। গত সোমবার দুপুরে ওই ব্যক্তিকে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আাগে গত রবিবার রাত ৯টার দিকে ফরিদপুর সদরের সমেশপুর এলাকায় ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় ৪০০টি ইয়াবা, ২০ বোতল ফেনসিডিল ও আধা কেজি গাঁজা জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কর্মকার জানান, এ বিষয়ে ডিবির উপ-পরিদর্শক (এসআই) খায়রুল বাসার বাদী হয়ে সোমবার সকালে ফরিদপুর কোতোয়ালি থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।
ওসি আরও জানান, মো. আলী মোল্লা একজন মাদককারবারি। এর আগেও কোতোয়ালি থানায় করা একটি মাদক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
(ঢাকাটাইমস/১০নভেম্বর/পিএল)

মন্তব্য করুন