নারায়ণগঞ্জে ঝুট গুদামে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২০, ১০:০৮| আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ১১:২১
অ- অ+

সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জালকুড়ির খিরত আলী স্কুলসংলগ্ন ঝুটের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, রাত ৮টার দিকে স্থানীয়রা ঝুটের গোডাউনে আগুন লাগার খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাতের কারণ এখনও জানা যায়নি।

ঝুটের গোডাউন মালিক মাসুদ ইসলাম বলেন, হঠাৎ আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে ফোন দিই। তবে কীভাবে আগুন লেগেছে জানি না। আমি আমার ঝুটের গোডাউনে তালা দিয়ে বের হয়ে যাই। পরে দেখতে পাই একটি গোডাউনে আগুন জ্বলছে।

মুহূর্তেই গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। এ অগ্নিকাণ্ডের ফলে তার গোডাউনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান গোডাউন মালিক মাসুদ।

তিনি আরও জানান, এ এলাকায় প্রায় অর্ধশতাধিক গোডাউন রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফরিদউদ্দীন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভোলায় ৭ কোটি টাকার কারেন্ট জাল, পলিথিন, আতশবাজি জব্দ
আমদানি-রপ্তানির ট্রেজারি শুল্ক-কর জমা দিতে চালু হলো ‘এ-চালান’
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচ ঘন্টায় নিহত ১৮, মোট প্রাণহানি ছাড়াল ৫৭ হাজার ২৬০
রংপুরের আট জেলার সব আসনে জামায়াত প্রার্থীর নাম ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা