স্বল্পমূল্যের অক্সফোর্ডের টিকার দিকে তাকিয়ে বিশ্ব

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২০, ০৮:২৯| আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১১:০৩
অ- অ+
ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসের ধাক্কায় বিপর্যস্ত বিশ্ব এখন এর টিকা আবিষ্কারের অপেক্ষায়। অনেকগুলো টিকা ইতিমধ্যে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। অনেকটা সফল হওয়া ফাইজার বা মডার্নার টিকা বাজারে এলেও পৃথিবীর বেশিরভাগ নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছে এই টিকা পৌঁছবে না বলে মনে করা হচ্ছে। ফলে একমাত্র ভরসা অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা। মূল্যের কারণে সেই টিকার দিকে তাকিয়ে আছে বিশ্বের বেশির ভাগ দেশ। ইতিমধ্যে ঘোষণাও করা হয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের হাতে তৈরি এই টিকা উৎপাদনের ৪০ শতাংশই যাবে পিছিয়ে পড়া দেশগুলোর মানুষের জন্য। তাতে আশা বাড়ছে দেশগুলোর।

এখনো পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে, ভারত থেকে ব্রাজিল, একাধিক দেশে এই টিকা উৎপাদিত হবে। ফাইজারের টিকার থেকে এর খরচ অনেকটাই কম হবে। অন্য টিকাগুলো যেমন হিমাঙ্কের অনেক নিচে সংরক্ষণ করতে হয়, এক্ষেত্রে সেই পরিকাঠামো প্রয়োজন হবে না। ভারতেও সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে এই টিকা সরবরাহ করা হবে। টিকা পিছু আনুমানিক খরচ ধরা হয়েছে ৪-৫ ডলার, অর্থাৎ ভারতীয় মূল্যে ২৮০ থেকে ৩৫০ টাকার কিছু বেশি। অ্যাস্ট্রাজেনেকাও জানিয়ে দিয়েছে, মহামারির সময়ে তারা লাভের দিকে ঝুঁকবে না। কিন্তু তারপর? উৎপাদক সংস্থাগুলো টিকার দাম বাড়িয়ে দিতে পারে বলেও আশঙ্কা রয়েছে।

আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার উপপ্রধান সুয়েরিয়া মুন জানিয়েছেন, অ্যাস্ট্রা টিকার ওপর অনেককিছু নির্ভর করছে।

যদি সব ঠিকঠাক চলে তাহলে পৃথিবীর কাছে অ্যাস্ট্রাজেনেকার টিকা সবচেয়ে সহজলভ্য হতে পারে। সারা পৃথিবীতে যত টিকার প্রয়োজন তার এক তৃতীয়াংশ, অর্থাৎ প্রায় ৩২০ কোটি টিকা ব্রিটেনের সংস্থার থেকে আসতে পারে। তবে তার জন্য নিয়মিত যথেষ্ট পরিমাণ উৎপাদন প্রয়োজন। বলা হয়েছে, প্রায় ৫০টি মাঝারি উপার্জনের দেশ অক্সফোর্ডের এই টিকা পেতে পারে। ভারত-সহ দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, মধ্য এশিয়ার একাধিক দেশে এই টিকা পৌঁছে যাবে অদূর ভবিষ্যতে।

কিন্তু সবশেষেও একটি প্রশ্ন থেকে যাচ্ছে, টিকার চূড়া্ন্ত ফলাফল এখনো পাওয়া যায়নি। যদি সাফল্য পাওয়া যায়, তাহলেও চাহিদা অনুসারে টিকার যথেষ্ট সরবরাহ হবে তো? কারণ পরিস্থিতি যা, তাতে সাফল্য পেলে সব দেশই চাইবে কম টাকার টিকা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে। সেটা কতটা সম্ভব হবে, তাতেই ঝুলে রয়েছে প্রশ্ন।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তফসিল ঘোষণার আগে বছরের যেকোনো সময় ভোটার তালিকা করতে পারবে ইসি
থানায় ঢুকে এএসআইকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া সেই যুবকের লাশ উদ্ধার
শীর্ষ সন্ত্রাসী জোসেফের সহযোগী পিচ্চি শাহীনসহ ৪ জন গ্রেপ্তার
প্রথম মৃত্যুবার্ষিকীতে শাফিন আহমেদকে শ্রদ্ধা জানিয়ে আবেগঘন পোস্ট আসিফের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা