চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর ‘৭৫০’

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২০, ১৫:৪২

ডায়নামো কিয়েভকে হারিয়ে শেষ ১৬তে জায়গা পাকা করল জুভেন্টাস। ৩ গোলে জয়ের ম্যাচে নতুন কীর্তি গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৭৫০তম গোল করলেন নিজের ক্যারিয়ারে। জুভেন্টাসের হয়ে করলেন ৭৫টা গোল।

নিজের ফুটবল ক্যারিয়ারে আরেক মাইলফলক স্পর্শ করে রোনালদো বৃহস্পতিবার সকালে টুইটে ধন্যবাদ জানিয়েছেন তার সকল সতীর্থ এবং কোচদের। তিনি লেখেন, ‘৭৫০ গোল, ৭৫০ আনন্দের মুহূর্ত, ৭৫০ বার হাসি সমর্থকদের মুখে। আমার সব সতীর্থ এবং কোচদের ধন্যবাদ, আমাকে এই সংখ্যায় পৌঁছতে সাহায্য করার জন্য। ধন্যবাদ আমার প্রতিপক্ষদের, যারা আমাকে আরও কঠিন পরিশ্রম করতে বাধ্য করেছে।’

তুরিনে এই ম্যাচ শুধু যে রোনালদোর জন্য স্মরণীয় হয়ে থাকবে, তাই নয়। চ্যাম্পিয়ন্স লিগে এই প্রথম ম্যাচ পরিচালনা করতে দেখা গেল মহিলা রেফারিকে। ইতিহাস রচনা করলেন স্টেফানি ফ্র্যাপার্ট। তিনি এর আগে মহিলাদের বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করেছিলেন। সুপার কাপে লিভারপুল বনাম চেলসি ম্যাচেও দেখা গিয়েছিল তাকেই। এ বার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ পরিচালনা করলেন ফ্র্যাপার্ট। তিনি বলেন, ‘মহিলাদের সঙ্গে পুরুষদের খেলা পরিচালনা করার ক্ষেত্রে তফাৎ কিছু নেই। খেলাটা ফুটবলই। আমাকে ফুটবল ম্যাচেই রেফারি হিসেবে থাকতে হবে, আলাদা কিছু নয়।’

চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের পরবর্তী ম্যাচ বার্সেলোনার বিরুদ্ধে। মেসি বনাম রোনালদো ম্যাচ দেখার জন্য ফুটবলপ্রেমীরা মুখিয়ে থাকবেন ৯ ডিসেম্বর। গ্রুপ লিগের প্রথম ম্যাচে বার্সেলোনার কাছে ২ গোলে হারতে হয়েছিল রোনালদোহীন জুভেন্টাসকে। সেই ম্যাচের প্রতিশোধ নিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকবে ইতালির ক্লাবটি।

(ঢাকাটাইমস/০৩ ডিসেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

লিটন রান না পেলেও তার কঠোর পরিশ্রমকে গুরুত্বপূর্ণ বললেন ব্যাটিং কোচ

তামিম-হৃদয়ের ব্যাটিং নিয়ে যা বললেন বাংলাদেশের ব্যাটিং কোচ

চট্টগ্রামে বিশ্রামের দিনে ‘পঞ্চপাণ্ডবের’ ছবি পোস্ট করে স্মৃতিকাতর মাহমুদউল্লাহ

একজন টেনিস খেলোয়াড় তৈরি করব, যার জন্য দেশবাসী গর্ব করবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তান-ভারত ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ!

নিজেদের জয়ের সঙ্গে বার্সেলোনার পরাজয়ে আজই শিরোপা জিতবে রিয়াল

বিশ্বকাপজয়ী ডি মারিয়াকে দলে ভেড়ানোর চেষ্টায় মিয়ামি

জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারানোর ম্যাচে জাকেরের গায়ে উঠল মেরুন জ্যাকেট

এবার বাজারে আসছে মেসির হাইড্রেশন পানীয়

বাংলাদেশের বিপক্ষে হারের কারণ হিসেবে যা বলছে জিম্বাবুয়ে

এই বিভাগের সব খবর

শিরোনাম :