শৈত্যপ্রবাহের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন স্থানে চলছে শৈত্যপ্রবাহ। মাঘ মাসের শীতে কাঁপছে দেশের নানা এলাকা। এর মধ্যে চলতি সপ্তাহের মাঝামাঝিতে সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনাজপুর, সৈয়দপুর, নীলফামারী, বগুড়া, নওগাঁ ও শ্রীমঙ্গল অঞ্চলে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
শ্রীমঙ্গলে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সবোর্চ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া এটি উত্তরাঞ্চলের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাসে বলা হয়, দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা কমবে এবং অন্যান্য জায়গায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি একটা অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪৩ মিনিটে।
(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/জেবি)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো চার বাংলাদেশি নারী বিচারক

লকডাউনে নারীর প্রতি বেড়ে যাওয়া সহিংসতা কমছে

টিকা নিয়েছেন ৩৮ লাখ, নিবন্ধন ৫০ লাখ ছাড়াল

স্বাধীনতা পদক পাচ্ছেন ৯ বিশিষ্টজন ও এক প্রতিষ্ঠান

বাঙালি জাতির অস্তিত্বে নিবিড়ভাবে জড়িয়ে বঙ্গবন্ধু: আইজিপি

বঙ্গবন্ধুর তর্জনী স্বাধীনতার প্রতীক: দুদক চেয়ারম্যান

৭ মার্চের ভাষণেই ছিল স্বাধীনতার প্রকৃত ঘোষণা: প্রধানমন্ত্রী

নারী দিবসে পাঁচ জয়িতা পাচ্ছেন সম্মাননা

এক বছরে করোনা শনাক্ত সাড়ে ৫ লাখ, মৃত্যু ৮৪৬২
