ব্রাহ্মণবাড়িয়ায় থুতু ফেলা নিয়ে দ্বন্দ্বে যুবক হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৪

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় থুতু ফেলা নিয়ে দ্বন্দ্বে রোহেল (৩০) নামে এক যুবককে তার চাচাতো ভাই হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে মঙ্গলবার রাতে উপজেলার মোগলটুলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোহেল ওই গ্রামের লিয়াকত আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, রোহেলের ঘরের সামনে থুতু ফেলেন তার চাচাতো ভাই কাউসার। থুতু ফেলার ঘটনার প্রতিবাদ করলে রোহেলের মা জরিনা বেগমের সঙ্গে কাউসারের কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে সন্ধ্যায় আবারও দুই পরিবারের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মারামারিতে লিপ্ত হয়। এসময় রোহেলকে টেঁটা দিয়ে আঘাত করেন কাউসারের ভাই আবু বক্কর। পরে রোহেলকে গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আহমেদ বলেন, এ ঘটনায় বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা আছে।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :