এয়ারপোর্ট থেকে আব্দুল্লাহপুর যেতেই ৪ ঘণ্টা!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ জুন ২০২১, ১৪:৩৭ | প্রকাশিত : ১৫ জুন ২০২১, ১৪:০৫

রাজধানীবাসীর নিত্যদিনের সঙ্গী যানজট। তবে কখনো কখনো কোনো উপলক্ষকে ঘিরে সড়কে দুর্ভোগের মাত্রা বেড়ে যায় কয়েকগুণ। আবার কখনো অজানা কারণে ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকতে হয় নগরবাসীকে। সপ্তাহের মাঝামাঝি সময় মঙ্গলবারও এমন দুর্ভোগ পোহাতে হয়েছে প্রয়োজনে ঘরের বাইরে আসা মানুষদের।

বিশেষ করে উত্তরা, এয়ারপোর্ট এলাকায় সকাল থেকে দুপুর অবধি ভয়াবহ যানজটে পড়তে হয়েছে নগরবাসীকে। এছাড়া মোহাম্মদপুর, গুলিস্তান-পল্টন এলাকায় তীব্র যানজট লক্ষ্য করা গেছে।

সাংবাদিক মাহবুব জুয়েল যানজটে দুর্ভোগের কথা তুলে ধরে বলেন, জীব‌নের মধুরতম জ‌্যা‌মের অভিজ্ঞতা এয়ার‌পোর্ট থে‌কে মাত্র ৪ ঘণ্টায় আবদুল্লাহপুর!

মোহাম্মদপুর থেকে মগবাজার এলাকায় নিয়মিত যাতায়াতকারী আল-আমিন দুর্ভোগের কথা জানিয়ে ঢাকাটাইমসকে বলেন, মোহাম্মদপুর থেকে ফার্মগেট পর্যন্ত আসতে এক ঘণ্টারও বেশি সময় লেগেছে। অন্যান্য দিন এত সময় লাগে না। কেন এত যানজট তাও জানি না।

এদিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিজের কর্মস্থলে যাওয়ার পথে যানজটের দুর্ভোগের কথা তুলে ধরেন ব্যাংক কর্মকর্তা মাসুদ মিয়া।

ঢাকাটাইমসকে মাসুদ মিয়া বলেন, বসুন্ধরা থেকে এয়ারপোর্ট যেতে দুই ঘণ্টা সময় লেগেছে। এটা অনেকটা অবিশ্বাস্য। সকালে বৃষ্টি হয়েছিল এর বাইরে তো কোনো যানজটের কারণ দেখি না।

অন্যদিকে সকালের দিকে কয়েক দফা বৃষ্টি হওয়ায় সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হয়েছে। দুপুরের দিকে থেমে থেমে বৃষ্টিতে আরেক দফা দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

ঢাকাটাইমস/১৫জুন/বিইউ/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :