তাজা চায়ের সেই বিজ্ঞাপন বন্ধের নির্দেশ

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জুন ২০২১, ১৮:২৭
অ- অ+

সম্প্রতি একাদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সপ্তম বৈঠকে তাজা চায়ের ‘আমার কাজটি করে না দিলে তোমাকে ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ সংলাপের একটি বিজ্ঞাপন বন্ধের দাবি ওঠে। বৃহস্পতিবার সেই বিজ্ঞাপন বন্ধের নির্দেশনা দিয়েছে তথ্য অধিদপ্তর।

এছাড়া যে টিভি চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচার করা হয় সেটির শীর্ষ ব্যক্তি ও জাতীয় দৈনিকের অনলাইন ভার্সনের সম্পাদকদের কাছে এ মর্মে চিঠিও পাঠানো হয়েছে।

তাজা চায়ের ওই বিজ্ঞাপনে দেখা গেছে, একজন ব্যক্তি একটি অফিসে ভাতিজার চাকরির খোঁজ নিতে যান। তিনি এক নারী কর্মকর্তার টেবিলে একটি ফাইল ছুড়ে দিয়ে জানতে চান, ‘দ্যাহেন তো আমার ভাতিজার চাকরি কদ্দুর।’ জবাবে কর্মকর্তা বলেন, ‘স্যার সিলেকশন লিস্ট তো কনফিডেন্সিয়াল।’

তখন ওই লোক বলেন, ‘আরে আপা, দেখেন না?’ এবার ওই কর্মকর্তা বলেন, ‘দুঃখিত স্যার জানাতে পারছি না।’ তখন রেগে গিয়ে ওই লোক বলেন, ‘কী কইলেন? আমার ভাতিজার চাকরি যদি না হয়, আপনারে ওভারনাইট বান্দরবানে পাঠাইয়া দিমু।’

এরপর তাজা চা খেয়ে চাঙ্গা হয়ে ওই কর্মকর্তা তার সহকর্মীর উদ্দেশে বলেন, ‘শফিক সাহেব আপনি না বান্দরবান যাওয়ার টিকিট খুঁজছিলেন? এই যে, এই স্যার আপনাকে ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দিতে পারবেন।’

একাদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সপ্তম বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন সংক্রান্ত’ শিরোনামের চিঠিতে বলা হয়, এই বিজ্ঞাপনে বান্দরবান জেলাকে খারাপ জায়গা, দুর্গম এলাকা ও বসবাসের অনুপযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই বিজ্ঞাপনটির প্রচার বন্ধের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

ঢাকাটাইমস/২৪জুন/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা