গাজীপুরে তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর
 | প্রকাশিত : ৩১ আগস্ট ২০২১, ১৭:২৬

গাজীপুরের কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় সহস্রাধিক চুলা, পাইপ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটির সারদাগঞ্জ বাঘাবাড়ী মসজিদের পাশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের চন্দ্রা জোনাল অফিসের ব্যবস্থাপক মামুনুর রহমানসহ তিতাস গ্যাস কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন ।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের চন্দ্রা জোনাল অফিসের সহকারী প্রকৌশলী মাসুদ বিন ইউসুফ জানান, সারদাগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দেয়ায় জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুপুর থেকে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় হচ্ছে। এ অভিযানে কয়েক শত অবৈধ সংযোগ ও সহস্রাধিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং একাধিক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ, চুলা, রাইজারসহ অন্যান্য জিনিসপত্র জব্দ করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/৩১আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :