নিজের পছন্দের ফুটবলারের নাম জানালেন হিগুয়েন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৬

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলে এখন প্রায় অনিয়মিত হলেও এক সময় দলের সেরা স্ট্রাইকার ছিলেন গঞ্জালো হিগুয়েন। সম্প্রতি স্বদেশী এক তরুণকে প্রশংসায় ভাসালেন তিনি। সাংবাদিকদের সামনে দেওয়া সাক্ষাৎকারে জানান যে, সেই প্রতিভাবান তরুণ ফটবলার জুলিয়ান আলভারেজই নাকি হিউয়েনের পছন্দের ফুটবলার।

ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বদেশি এই স্ট্রাইকারকে নিয়ে উচ্ছ্বাসে ভেসেছেন হিগুয়েন। দীর্ঘদিন ধরেই তার খেলা অনুসরণ করছেন বলে জানিয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা ফুটবলারের মতে খুব ভালো ক্যারিয়ারের সম্ভাবনা আছে আলভারেজের।

তিনি বলেছেন, ‘আলভারেজ আমার অনেক প্রিয়, যখন সে এতটাও ভালো ছিল না তখন থেকেই। কোপা লিবারতোদোরেসে যখন সে প্রথম গোল করল বক্সের বাইরে থেকে। আমি জানি না, এটা হয়তো আরও দুই তিন বছর আগে...আমি তখন বলে উঠেছিলাম মাত্র ১৮ বছর বয়সে সে এই টুর্নামেন্টে গোল করে ফেলেছে! সেদিন থেকেই আমি ওকে অনুসরণ করছি আর তার প্রতি আমার দুর্বলতা আছে।’

হিগুয়েন আরও বলেছেন, ‘সে অন্যতম নম্বর নাইন যাকে আমি অনুসরণ করি। একটা ভালো ক্যারিয়ারের সম্ভাবনা তার আছে। সে খুব ভালো ছেলে আর পেশাদারও। সত্যিটা হচ্ছে সে এমন একজন যাকে আমি ভালোবাসি।’

রিভার প্লেট তারকার পজিশন নিয়ে তিনি বলেছেন, ‘আমি জানি না জুলিয়ান নম্বর নাইন হিসেবে খেলে নাকি। আমার কাছে তার কোনো পজিশন নেই। সে স্ট্রাইকারের ভূমিকায় যেকোনো পজিশনে খেলতে পারে। আপনার তাকে স্বাধীনতা নিতে হবে কারণ তার মধ্যে স্বাধীন হিসেবে খেলার সব রকমের বৈশিষ্ট্য আছে।’

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :