কংগ্রেস ছাড়লেন গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী ফালেইরো

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৮
ছবি: সংগৃহীত

কংগ্রেস ত্যাগ করলেন ভারতের পশ্চিমাঞ্চলের রাজ্য গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের প্রবীণ নেতা লুইজিনহো ফালেইরো। সোমবারই সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, সেখানেই তৃণমূল কংগ্রেসে যোগ দেয়ার কথা জানাতে পারেন তিনি। খবর আনন্দবাজারের।

ফালেইরোর দল বদলের জল্পনা কয়েকদিন ধরেই শুরু হয়েছিল। প্রকাশ্যে এই কংগ্রেস নেতা সোমবারই বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছেন। মমতা ফর্মুলা জয় পেয়েছে পশ্চিমবঙ্গে।’

যদিও আগে দলবদলের কথা জিজ্ঞাসা করায় তিনি বলেছিলেন, কংগ্রেস পরিবারের সদস্যই তিনি থাকছেন। গোয়ার রাজনৈতিক মহলের ধারণা, কংগ্রেস পরিবার বলতে তিনি তৃণমূলকে বুঝিয়েছেন।

যদিও এই মনোভাব তাঁর কথা থেকেই স্পষ্ট হয়েছিল। তিনি বলেন, ‘চার কংগ্রেসি দলের মধ্যে মমতাই একমাত্র মোদিকে কড়া চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছিলেন। মোদি পশ্চিমবঙ্গে ২০০ সভা করেছিলেন, অমিত শাহ ২৫০ সভা করেছিলেন। তারপর ইডি, সিবিআইকে আসরে নামানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জয় পেয়েছে মমতা ফর্মুলা।’

মমতাকে ‘স্ট্রিট ফাইটার’ বলে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের একই আদর্শে এমন লড়াকু নেতৃত্ব প্রয়োজন। আমার মনে হয় বৃহত্তর স্বার্থে সমস্ত কংগ্রেসি দলগুলির এক ছাতার তলায় এসে বিজেপির বিরুদ্ধে লড়াই করা উচিত।’

(ঢাকাটাইমস/২৭ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :