বিশ্বকাপ থেকে দেশে ফিরছেন বিপ্লব

সম্প্রতি জিম্বাবুয়ে সফরে বাবার মৃত্যুর খবর পেয়ে দেশে ফিরেছিলেন আমিনুল ইসলাম বিপ্লব। এবার বিশ্বকাপের আসর থেকে ফিরতে হচ্ছে তাকে। প্রেক্ষাপট ভিন্ন হলেও উভয় ফেরাটাই কষ্টের! যদিও টাইগার এই লেগ স্পিনার বিশ্বকাপে দলের স্ট্যান্ডবাই সদস্য ছিলেন।
ওমানে বিশ্বকাপ দলের সঙ্গে থাকা একটি সূত্র জানিয়েছে, আমিনুল ইসলাম ইতোমধ্যে টিম হোটেল ছেড়ে দেশের পথে রয়েছেন। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তাকে এখন প্রয়োজন মনে করছেন না। আর তাই তাকে দেশে ফেরানো হচ্ছে।
জিম্বাবুয়ের পর বিশ্বকাপের আসরের মাঝেপথেই দেশে ফিরছেন বিপ্লব।
যদিও বিশ্বকাপে দল ঘোষণার সময় জানানো হয়েছিল, মূল স্কোয়াডের সঙ্গে বাড়তি হিসেবে পুরো আসরে আমিনুল ইসলাম বিপ্লব ও রুবেল হোসেন থাকবেন। তবে কাল বিসিবি জানিয়েছে, বিশ্বকাপের মূল পর্বের খেলা শুরুর আগেই তাদের দেশে ফিরে আসার কথা ছিল!
যদিও তাসকিন ও সাইফউদ্দিনের চোটের কথা বিবেচনা করে দলের সঙ্গে রেখে দেওয়া হয়েছে পেসার রুবেল হোসেনকে। তিনি দলের সঙ্গে থেকে অনুশীলন করতে পারলেও আইসিসির নিয়ম অনুযায়ী ড্রেসিংরুমে থাকতে পারবেন না। এমনকি তার সম্পূর্ণ খরচ বহন করতে হবে বিসিবিকেই।
আগামী ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের মাধ্যমে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ পর্ব। এরপর তাদের লড়তে হবে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে। সেখানে কাঙ্খিত গ্রুপ সেরা দুইয়ের থাকলে সুযোগ পাবে পরবর্তী আসরে।
(ঢাকাটাইমস/১০অক্টোবর/এইচএন)

মন্তব্য করুন