সালাহই সবার সেরা: লিভারপুল কোচ

ক্রীড়া ডেস্ক
| আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১২:১৭ | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২১, ১২:১১

গত ম্যাচে ওয়াটফর্ডকে ৫-০ গোলের দুর্দান্ত জয় পেয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল। ম্যাচে হ্যাটট্রিক করেছেন রবার্তো ফিরমিনো। গোল করেছেন সাদিও মানেও। তবে সব ছাপিয়ে বিস্ময়কর গোলে আলোচনায় মোহাম্মদ সালাহ। বস য়ুরগেন ক্লপতো সালাহকে সবার সেরা বলে উল্লেখ করেছেন।

শনিবার দিবাগত রাতে প্রিমিয়ার লিগে সালাহর গোলটি দ্বিতীয় বিস্ময়ের জন্ম দিয়েছে। একক প্রচেষ্টায় অবিশ্বাস্য এক গোল করলেন সালাহ। ‘মিশরীয় মেসি’র জাদু সামলাতে হিমশিম খেল ওয়াটফোর্ড।

নয় মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন সাদিও মানে। এক্ষেত্রে প্রধান ভূমিকা সালাহরই। বাঁ-পায়ের বাইরের দিক থেকে তিনি যে বাঁক খাওয়ানো পাস দেন, তা থেকে গোল অবধারিত ছিল। আফ্রিকার তৃতীয় ফুটবলার হিসেবে মানে প্রিমিয়ার লিগে একশো গোল করলেন। দিদিয়ে দ্রোগবা ও সালাহর পরে রইলেন তিনি।

লিভারপুল ডিসেম্বরে ৭-০ হারায় ক্রিস্টাল প্যালেসকে। তার পরে এটাই তাদের বড় জয়। সে ম্যাচেও ফিরমিনো-মানে-সালাহ গোল করেন! এবার অপরাজিত লিভারপুল বাইরের মাঠে ছ’টি ম্যাচেই তিন বা তার বেশি গোলে জিতল।

হ্যাটট্রিক করলেও ফিরমিনোর কোনো গোলই (৩৭, ৫২ ও ৯০+১ মিনিটে) অসাধারণ নয়। বলের কাছাকাছি পৌঁছে শুধু কাজের কাজটা করেছেন। সেরা গোল সালাহর। যাকে অনেকে ‘বিস্ময় গোল’ বললেন। ওয়াটফোর্ড বক্সের কোণায় তিন জন ঘিরে থাকা অবস্থা থেকে বেরিয়ে নিখুঁত শটে তিনি গোল করেন। সালাহ লিভারপুলের শেষ আট ম্যাচে গোল পেলেন। এখনও পর্যন্ত

নয় ম্যাচে গোল ১০। বোঝা যাচ্ছে, অ্যানফিল্ডের ক্লাব দু’বছর আগেই কেন সালাহর সঙ্গে নতুন চুক্তি সারতে চায়।

লিভারপুল ম্যানেজার য়ুরগেন ক্লপকে সাংবাদিকেরা প্রশ্ন করেন, সালাহকে দেখে কি লিয়োনেল মেসির কথা মনে পড়েছে? জার্মান কোচের রসিকতা, 'আমার তো লিয়োকে দেখেই মনে হয়, ও মো-র (সালাহর) মতো। ও আমার দেখা সবচেয়ে সেরা।'

আফ্রিকানদের মধ্যে ইপিএলে সবচেয়ে বেশি ১০৪টি গোল ছিল দ্রোগবার। সালাহ সে নজির স্পর্শ করে বললেন, ‘যখনই বক্সে বল পাই, চেষ্টা করি নিজে বা অন্য কেউ যেন গোলটা করে। আমার কাছে দলের থেকে বড় কিছু নেই।’

ঢাকাটাইমস/১৭অক্টোবর/একে

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :