এক কেজি ফলের দাম ২০ লাখ টাকা!

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২১, ০৯:৫১| আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১০:৪৯
অ- অ+

শরীরের জন্য যেকোনো ফলই উপকারী, এটা বলার অপেক্ষা রাখে না। ফলের দামেও আছে তারতম্য। কিন্তু এক কেজি ফলের দাম ২০ লাখ টাকা! শুনতে সত্যিই অবাক লাগার মতো। তবে অবিশ্বাস্য লাগলেও বিষয়টি সঠিক। জাপানে এই সুস্বাদু ফল পাওয়া যায়।

ফলটির নাম ইউবারি মেলন। তরমুজ গোত্রের এই ফল দেখতে খুব একটা সুন্দর না হলেও দাম কিন্তু আকর্ষণীয়। এটিকে বিশ্বের সবচেয়ে দামি ফল বলেও দাবি করা হয়।

এক কেজি এই ফলের যা দাম তা দিয়ে একটি সোনার গয়না বা একটি জমিও কিনে নিতে পারেন। তবে এই ফল জাপানে মিললেও সহজলভ্য নয়।

বেশ কয়েকটি প্রতিবেদনের দাবি অনুযায়ী এক কেজি ইউবারি মেলনের দাম ২০ লাখ টাকা।

কোনো ফল বিক্রেতা বা দোকানে সহজেই এই ফল পাওয়া যাবে, যদি এমনটা ভাবেন তা হলে ভুল হবে। ইউবারি মেলন জাপানের এক বিশেষ বর্গের মানুষের কাছে বিক্রি করা হয়।

বিলাসবহুল খাবার এবং পানীয় যেমন বার্বন, শ্যাম্পেন বা কোবে বিফের মতো ইউবারি মেলন এক বিশেষ পরিবেশের মধ্যে ইউবারি অঞ্চলে চাষ করা হয়।

২০১৯ সালে এক জোড়া ইউবারি মেলন বিক্রি হয়েছিল প্রায় ৩২ লাখ টাকায়।

বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, এই ফল বড় হতে সময় নেয় ১০০ দিন। সারা বছরই ফলে ইউবারি মেলন। আগ্নেয়গিরি সৃষ্ট মাটি এবং অতিরিক্ত বর্ষণ এই ফল চাষের উপযুক্ত পরিবেশ।

(ঢাকাটাইমস/০৯নভেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করলেন অভিনেত্রী জাকিয়া বারী মম
পদ্মা ব্যাংকের ১২৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত
মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে দুই শিক্ষার্থী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা