যাত্রাবাড়ীতে বিস্ফোরণ: বাঁচানো গেল না কবিরকেও

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১১:১৩ | প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২১, ০৯:২৫

রাজধানীর যাত্রাবাড়ী জনপথ মোড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম কবির হোসেন।

বুধবার রাত ১০টার কিছু আগে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা যান তিনি। কবিরকে নিয়ে বিস্ফোরণের ওই ঘটনায় দগ্ধ ছয়জনের মধ্যে পাঁচজনের মৃত্যু হলো।

কবির হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। তিনি বলেন, কবিরের শরীর ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আগুনে তার শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছিল।

গত শনিবার সন্ধ্যায় জনপথ মোড়ে আওয়াল-আমিরুল মোটর পার্টস মার্কেটের নিচতলায় পুরনো গ্যাস সিলিন্ডার ক্রয়-বিক্রয়ের একটি দোকানে বিস্ফোরণ হয়। এতে সেখানে থাকা ছয়জন দগ্ধ হন। তাদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে বিশ্বনাথ দত্ত নামে দগ্ধ একজন গত রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দগ্ধ বাকিদের মধ্যে গত মঙ্গলবার ভোরে মারা যান রিপন মিয়া নামে একজন। এর চার ঘণ্টা পর সেদিনই মারা যান আবুল কালাম।

মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে মারা যান শফিকুল ইসলাম। বুধবার রাতে মারা গেলেন কবির। দগ্ধদের মধ্যে শামসুদ্দিন রবিন নামে একজনের অবস্থা বেশি খারাপ না হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ঢাকাটাইমস/১৮নভেম্বর/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :