ঢাকা গ্যালারিতে নাজিয়া আন্দালিব প্রিমার ‘ভুল-দাগ’

ফিচার প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ নভেম্বর ২০২১, ১৪:৩০

দৃশ্য শিল্পী নাজিয়া আন্দালিব প্রিমার একটি কনসেপচুয়াল শিল্প প্রদর্শনী 'দ্য মিস-ট্রেইস (ভুল -দাগ)’ চলছে ঢাকা আর্ট গ্যালারিতে।

সম্প্রতি এই প্রদর্শনীর উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর শিল্পী, অধ্যাপক মোহাম্মদ ইউনুস, অভিনয় শিল্পী সারা যাকের প্রমুখ।

মিস-ট্রেইস (ভুল-দাগ), একটি অনন্য প্রদর্শনী যা শিল্পীর পরিচয় এবং তার অবিভক্ত চিন্তাধারনার প্রতিফলন। প্রিমা – একজন শিল্পানুরাগী এবং উদ্ভাবনী গুণসম্পন্ন শিল্পী যিনি বিগত ২৫ বছর ধরে শিল্প নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে আসছেন। অসামান্য চিন্তাধারা এবং সৃজনশীলতার মাধ্যমে, তিনি ভিজ্যুয়াল এক্সপ্রেশন এবং উদ্ভাসনের মধ্যে সফল সংযোগ স্থাপন করতে পেরেছেন।

প্রদর্শনীটি ২০ নভেম্বর ২০২১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর সাড়ে তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :