মুক্তি পেল দীর্ঘ প্রতীক্ষার ‘মিশন এক্সট্রিম’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২১, ১৩:২৪
অ- অ+

দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার দেশের ৪৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল আরিফিন শুভ অভিনীত দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’। পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত এই ছবিতে শুভর নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী। নবাগত এই অভিনেত্রীর এটি প্রথম ছবি। ‘মিশন এক্সট্রিম’ মুক্তির মাধ্যমে দেড় বছর পর খুলেছে দেশের ৩০টি প্রেক্ষাগৃহ।

তবে নিজের ক্যারিয়ারের এত বড় বাজেটের এবং আলোচিত একটি ছবি প্রায় অর্ধশত হলে মুক্তি পেলেও মন ভালো নেই নায়ক আরিফিন শুভর। তিনি জানিয়েছেন, ‘শারীরিক ও মানসিক দুই অর্থেই আমার জীবনের সর্বোচ্চ পরিশ্রমের ছবি ‘মিশন এক্সট্রিম’। কিন্তু সেই সিনেমাটি দেখানোর মতো পর্যাপ্ত প্রেক্ষাগৃহ দেশে নেই। মাত্র ৪৮টি হলে মুক্তি পেল সিনেমাটি। আমাদের জন্য এটা খুবই দুঃখজনক।’

তবে অভিনেতা আবার এও বলেন, এখনকার ৪৮টি হল আর ঈদের সময়ের দুই শ হল একই ধরে নিতে হবে। এটা আমাদের জন্য ঈদ। মানসিকভাবে কিছুটা চাপের মধ্যে আছি। আমার প্রতিটি সিনেমা মুক্তির সময়েই মনে হয় জীবনের প্রথম সিনেমা। সিনেমাটি নিয়ে মানুষের প্রত্যাশা অনেক। দর্শকদের অনুরোধ করব, দেখে মন্তব্য করেন।’

২০১৮ সালের ‘মিস বাংলাদেশ’ ও এই ছবির নায়িকা ঐশী বলেন, ‘প্রথম দিকে তেমন ভয় ছিল না। সিনেমা মুক্তি পাবে, স্বাভাবিক ঘটনার মতোই লাগছিল। কিন্তু ট্রেলার দেখার পরে দর্শকদের আগ্রহ অনেক বেড়ে গেছে। দর্শকেরা কীভাবে নেবেন, সেটা নিয়েই ভাবছি। কদিন ধরে ভয় লাগছে। টেনশন, নার্ভাসনেস, এক্সসাইটমেন্ট সবকিছু মিলিয়ে এখন অনুভূতিশূন্য। দর্শকদের অনুরোধ, আপনারা হলে গিয়ে সিনেমাটি দেখুন।’

এদিকে, পরিচালক সানী সানোয়ার জানান, বাংলাদেশের পাশাপাশি একই সঙ্গে সিনেমাটি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ২৪টি হলে বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে। তিনি এও জানান, ছবির প্রচারণায় দর্শক প্রতিক্রিয়ায় তারা খুশি। দেশের দর্শক সিনেমাটি ভালোভাবে নেবেন বলেও তারা আশা করছেন।

২০২০ সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা ছিল ‘মিশন এক্সট্রিম’। সেভাবেই সব প্রস্তুতি নিয়েছিল ছবির গোটা টিম। কিন্তু তারই মধ্যে শুরু হয় করোনা। চলে যায় চারটা ঈদ। দুই বছরের বেশি সময় পর অবশেষে আজ মুক্তি পেল ‘মিশন এক্সট্রিম’।

এই ছবি নির্মিত হয়েছে পুলিশের কাউন্টার টেররিজমের সত্য ঘটনা নিয়ে। শুভ-ঐশী ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ইরেশ যাকের, তাসকিন রহমান, মাজনুন মিজান, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমাম প্রমুখ।

ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা