প্রেমিকের জন্মদিনে আদুরে পোস্ট সোনাক্ষীর

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২১, ১৫:১৮
অ- অ+

গুঞ্জন ছিল, অভিনেতা জাহির ইকবালের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সোনাক্ষী সিনহা। কিন্তু চর্চা-বিতর্ক এড়াতে নাকি আড়াল রাখছিলেন দুজনের সম্পর্ক। তবে শনিবার প্রেমিকের জন্মদিনে আর রাখঢাক করলেন না অভিনেতা ও রাজনীতিক শত্রুঘ্ন সিনহার মেয়ে। ইনস্টাগ্রামে খোলা চিঠি লিখে ফেললেন জাহিরের উদ্দেশে।

চিঠির শুরুতেই খুনসুটির সুর, ‘পৃথিবীতে যে মানুষটা আমাকে সব চেয়ে বেশি জ্বালাতে পারে, তাকে জন্মদিনের শুভেচ্ছা। আবার এই মানুষটার মতো সুন্দর কেউ কি আর আছে! কী ভাবে এমন সম্ভব? তুমি কীভাবে একই সঙ্গে দু’রকম হয়ে আমার সঙ্গে থাকতে পার?’ সোনাক্ষী আরও লিখেছেন, ‘এই পৃথিবীতে আসার জন্য ধন্যবাদ। শুভ জন্মদিন।’

এই লেখার সঙ্গে দুটি ছবি জুড়েও দিয়েছেন সোনাক্ষী। প্রথম ছবিতে সোনাক্ষীর কাঁধে জাহিরের হাত। ক্যামেরা থেকে চোখ সরিয়ে আনমনে অন্যদিকে চেয়ে দুজনেই। দ্বিতীয়টিতে নকল ঢাল-তলোয়ার নিয়ে যুদ্ধে নেমেছেন তারা।

সোনাক্ষীর এই পোস্ট জাহিরের চোখ এড়িয়ে যায়নি। মন্তব্য বাক্সে নায়িকার উদ্দেশে তিনি লিখেছেন, ‘সে আমার প্রিয় বন্ধু’। সেই কবেই ‘কুছ কুছ হোতা হ্যায়’তেও রাহুল খান্না (শাহরুখ খানের চরিত্র) বলে গিয়েছিল, ‘প্যায়ার দোস্তি হ্যায়’। অর্থাৎ বন্ধুত্বই প্রেম।

তাই প্রকাশ্যে বন্ধুত্বের বুলি আওড়ালেও দুজনের রসায়নে প্রেমের গন্ধ পাচ্ছেন অনেকেই। তবে কি সত্যিই এই নতুন নায়ককে মন দিয়েছেন সোনাক্ষী? প্রশ্নে তোলপাড় বলিউড থেকে অনুরাগীমহল।

২০১৯ সালে ‘নোটবুক’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন জাহির। তাকে সুযোগ দিয়েছিলেন সালমান খান। জাহিরের বাবা সালমানের খুবই পুরনো বন্ধু। ২০২২ সালে সোনাক্ষীর সঙ্গেও পর্দায় দেখা যাবে জাহিরকে। ছবির নাম ‘ডবল এক্স এল’।

ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে নিরীহ মানুষ ও দলীয় নেতাকর্মী গ্রেপ্তার না করার আহ্বান বিএনপির
জামায়াতের সমবেশ উপলক্ষে বরাদ্দকৃত ট্রেন পরিচালনায় নিয়ম ভঙ্গ হয়নি : রেলপথ মন্ত্রণালয়
নারায়ণগঞ্জকে আর কোনো গডফাদারের কাছে বর্গা দিতে চাই না: নাহিদ
চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সেলিম প্রধানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা