ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০২১, ২১:২৯
অ- অ+

ফরিদপুরের ভাঙ্গায় নির্বাচন পরবর্তী সহিংসতায় একজন নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে তার পরিবার থেকে। বুধবার বিকালে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম দুলাল সিকদার (৬০)। তবে পুলিশ বলছে স্ট্রোক করে হয়তো মারা গেছে, ময়নাতদন্তের পরে বিস্তারিত বলা যাবে।

ভাঙ্গা সার্কেল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফামিদা কাদের চৌধুরী জানান, গত দুই দিন ধরে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকার (চার নম্বর ওয়ার্ডের) নির্বাচিত মেম্বার আলম মোল্লা ও পরাজিত মেম্বার প্রার্থী বাবর আলীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এই সংঘর্ষের পর পুলিশের আহ্বানে বুধবার সকালে উভয় পক্ষই তাদের দেশীয় অস্ত্র পুলিশের কাছে জমা দেয়। কিন্তু হঠাৎ করেই বুধবার বিকালে উভয় পক্ষ সংঘর্ঘে জড়িয়ে পড়ে। এসময় কয়েকজন আহত হয়েছে।

নিহত দুলাল সিকদারের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, যিনি মারা গেছেন তিনি স্ট্রোকে মারা গেছেন না হামলায় মারা গেছেন সেটা ময়নাতদন্তের পরে বলা যাবে।

তবে ভাঙ্গা হাসপাতালের চিকিৎসক মইনুদ্দিন সেতু বলেন, দুলাল সিকদার হাসপাতালের আনার আগেই মারা গেছেন। তবে প্রাথমিকভাবে দেখা গেছে তার গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই।

নিহত দুলাল সিকদারের ভাই ওহিদুল সিকদারের ভাষ্য, প্রতিপক্ষের লোকজন তাকে থাবর-চড় দিয়েছে। এই কারণেই তিনি মারা গেছেন।

(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা