১৫ যুগ্মসচিবকে প্রেষণে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০২১, ১৬:৫৬

প্রশাসনে যুগ্ম সচিব পদ মর্যদার ১৫ কর্মকর্তাকে বিভিন্ন দপ্তরে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মাহমুদ হাসানকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া, জনপ্রশান মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমানকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক, বদরুন নাহারকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের পরিচালক, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মো. শাহআলম সরদারকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিলের পরিচালক, আইএমইডির অধীনে সিটিপিইউয়ের উপপরিচালক মো. আকনুর রহমানকে আইএমইডির অধীনে সিপিটিইউ, বাস্তবায়ন, পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক, মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলামকে গ্রামীণ রাস্তা ১৫ মিটার দৈর্ঘ পর্যন্ত সেতু কালভার্ড নির্মাণ শীর্ষক প্রকল্পের পরিচালক, চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নবীকে বাংলাদেশ রাবার বোর্ডের পরিচালক, জীবন বীমা করপোরেশনের মহাব্যবস্থাপক এস.এম আনসারুজ্জামানকে প্রাথমিক শিক্ষা অধিদপপ্তরের পরিচালক, নৌ পরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত রফিক আহমেদ সিদ্দিককে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের স্থাপন শীর্ষক প্রকল্পের পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ফাহমিদা আখতারকে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য, মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরীকে উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল কলেজ (টিএসসি) স্থাপন (২য় পর্যায়ে) শীর্ষক প্রকল্পের পরিচালক, আইএমডির বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলামকে আইএমডির বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের মহাপরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা শীষ হায়দার চৌধুরীকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সদস্য, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ আব্দুল হান্নানকে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভোলাপমেন্ট প্রজেক্টের (লাইন-৫) সাউদান রুটের প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক (অর্থ ও প্রশাসন) এবং পানিসম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত মো. আব্দুস সামাদকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সদস্য পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ঢাকাটাইমস/২১ডিসেম্বর/এএ/ইএস

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :