ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২২, ০৮:৩৫

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ভোর রাত থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির দিক-নির্দেশনামূলক বাতির আলো অস্পষ্ট হয়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। এর ফলে ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ জট। ভোগান্তিতে পড়েছেন মানুষ।

বুধবার ভোর রাত সোয়া চারটা থেকে নৌরুটটিতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. নাসির খান।

ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কে অন্তত তিন কিলোমিটার এলাকাজুড়ে কয়েক শ যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন আটকে থাকা শত শত যানবাহনের যাত্রী ও চালকেরা।

দৌলতদিয়া ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, যানবাহনের সারি ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে কয়েক কিলোমিটার পর্যন্ত চলে গেছে। এছাড়া গোয়ালন্দ মোড় এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মাহাসড়কেও ট্রাকের দীর্ঘ সারি দেখা গেছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. নাসির খান বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাত সোয়া ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ফেরি বন্ধ ও ফেরি স্বল্পতার কারণে যানবাহন পারাপার ব্যাহত হওয়ায় দৌলতদিয়া প্রান্তে চার শতাধিক বিভিন্ন ধরনের যানবাহন আটকে রয়েছে। কুয়াশা কেটে গেলে অগ্রাধিকার ভিত্তিতে এসব যানবাহন পারাপার করা হবে।

দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগের ক্ষেত্রে পদ্মা পারাপারের দুই গুরুত্বপূর্ণ পথ দৌলতদিয়া-পাটুরিয়া। শীত মৌসুমে এ নৌপথে ঘন কুয়াশার কারণে প্রায়ই পারাপার বিঘ্নিত হয়। ঘন কুয়াশার কারণে কয়েকদিন ধরেই এই রুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে গভীর রাত থেকে সকাল ১০টা-১১টা পর্যন্ত এমন অবস্থার সৃষ্টি হচ্ছে।

ঢাকাটাইমস/৬জানুয়ারি/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :